ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোর পৌরসভা বকেয়া বিদ্যুত বিলের এক-তৃতীয়াংশ পরিশোধ করলেন মেয়র

প্রকাশিত: ০৫:৪১, ১৪ জুন ২০১৬

যশোর পৌরসভা বকেয়া বিদ্যুত বিলের এক-তৃতীয়াংশ পরিশোধ করলেন  মেয়র

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কার্যভার গ্রহণের মাত্র তিন মাসের মধ্যে যশোর পৌরসভার বকেয়া বিদ্যুত বিল ৯ কোটি ২০ লাখ টাকার এক-তৃতীয়াংশ পরিশোধ করলেন পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। গত ৯ বছর ধরে বিদ্যুত বিলের এই বকেয়া পড়েছে। সোমবার দুপুরে এক অনুষ্ঠানে ২য় দফায় ১ কোটি ৬২ লাখ টাকা পরিশোধ করেন পৌর মেয়র। এর আগে ১ম দফায় ২ কোটি ১ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। জুন মাসের মধ্যেই আরও ২ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করা হবে। পৌরসভার পানির পাম্প এবং সড়ক বাতির জন্য এই ৯ কোটি ২০ লাখ টাকা বিদ্যুত বিল হয়েছে। এর মধ্যে ৩ কোটি ৬৩ লাখ টাকা বকেয়া বিদ্যুত বিল পরিশোধ করলেন পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। সোমবার দুপুরে যশোর পৌরসভায় ওজোপাডিকো লি. যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল আলমের হাতে বিদ্যুত বিলের চেক তুলে দেন পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
×