ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তনু হত্যা

দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিল

প্রকাশিত: ০৫:১৫, ১৪ জুন ২০১৬

দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিল

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৩ জুন ॥ বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহর আদালতে প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি-কুমিল্লার পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহিম। জানা যায়, কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গত রবিবার দুপুরে সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করে। ওইদিন বোর্ডের পক্ষ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি-কুমিল্লার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেয়া হয়। ওই সময় সিআইডি কার্যালয়ে মামলার তদন্তকারী বা পদস্থ কোন কর্মকর্তা ছিলেন না। প্রতিবেদনটি গ্রহণ করেন সিআইডি-কুমিল্লার এএসআই মোশাররফ হোসেন। বেলা ১১টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের অফিস সহায়ক মোঃ ফারুক ও ডোম মাহে আলম এ প্রতিবেদনটি সিআইডি-কুমিল্লার কার্যালয়ে হস্তান্তর করেন। এতে ২ কপি করে ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন সরবরাহ করা হয়। সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহর আদালতে প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহিম।
×