ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাবির সাবেক ভিসি অধ্যাপক মনিরুজ্জামান মিঞার ইন্তেকাল

প্রকাশিত: ০৫:১৪, ১৪ জুন ২০১৬

ঢাবির সাবেক ভিসি অধ্যাপক মনিরুজ্জামান মিঞার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি ও রাষ্ট্রদূত অধ্যাপক মনিরুজ্জামান মিঞা আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। সোমবার রাজধানীর একটি হাসপাতালে ৮১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। মঙ্গলবার জোহর নামাজের পর জানাজা শেষে বনানী কবর স্থানে তার লাশ দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে। বিএনপিপন্থী বুদ্ধিজীবী মনিরুজ্জামান মিঞা অসুস্থতার কারণে অনেকদিন ধরেই অনেকটা আড়ালে ছিলেন। মনিরুজ্জামান মিঞার পারিবারিক সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ অবস্থায় রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সোমবার দুপুর ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক মনিরুজ্জামান মিঞা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। অধ্যাপক মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকও গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ওয়ার্কার্স পার্টি প্রভৃতি সংগঠন মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক ভিসি, রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ অধ্যাপক মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে কর্তৃপক্ষ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। অপরদিকে সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের মরহুম মনিরুজ্জামান মিঞার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশের কফিন আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে আনা হবে। সেখানে লাশের কফিন কিছুক্ষণ রাখা হবে। ছাত্র-শিক্ষক, শুভাকাক্সক্ষীদের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়ায় বাদ যোহর জানাজা অনুষ্ঠিত হবে। অধ্যাপক মনিরুজ্জামান মিঞা ছিলেন অবিবাহিত। তিনি ১৯৩৫ সালের ১ মে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫১ সালে মেট্রিকুলেশন ও ১৯৫৩ সালে আইএসসি পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বিএসসি এবং ১৯৫৭ সালে ভূগোল বিষয়ে এমএসসি ডিগ্রী অর্জন করেন। ১৯৫৮ সালে তিনি জগন্নাথ কলেজে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৬৬ সালে ইউনিভার্সিটি অব প্যারিস থেকে ‘ডক্টর ডি ’ল ইউনিভার্সিটি’ ডিগ্রী অর্জন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে যোগদান করেন। ১৯৭৩ সালে তিনি সহযোগী অধ্যাপক এবং ১৯৮৬ সালে অধ্যাপক হিসেবে অধিষ্ঠিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কর্মকা-ে তিনি যুক্ত ছিলেন। ১৯৯০ সালের ২৪ মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন এবং ১৯৯২ সালের ১ নবেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থ ও গুরুত্বপূর্ণ গবেষণাপত্রের সংখ্যা ১৫টি। তার বেশকিছু গবেষণাপত্র জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল ও সঙ্কলন গ্রন্থ প্রকাশিত হয়।
×