ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টে এমপি মোস্তাফিজের জামিন আবেদন নাকচ

প্রকাশিত: ০৫:৪৩, ১৩ জুন ২০১৬

আত্মসমর্পণের নির্দেশ  হাইকোর্টে এমপি  মোস্তাফিজের  জামিন আবেদন  নাকচ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই বেঞ্চে এমপির জামিন আবেদন নাকচ হয়ে যায়। আদালত সূত্রে জানা যায়, নির্বাচন কর্মকর্তাকে মারধরের মামলায় অভিযুক্ত বাঁশখালীর আওয়ামী লীগদলীয় এমপি মোস্তাফিজুর রহমান রবিবার হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন প্রর্থনা করেন। আদালতে তার পক্ষে ছিলেন এ্যাডভোকেট আবদুল বাসেত। জামিনের বিরোধিতা করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান। শুনানি শেষে আদালত এমপির জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। উল্লেখ্য, বাঁশখালীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দের ভোটগ্রহণ কর্মকর্তা না পেয়ে ক্ষুব্ধ এমপি মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে ইউএনও অফিসে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া তিনি এবং তার কিছু অনুসারী ওই কর্মকর্তাকে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনার পর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওই কর্মকর্তা বাদী হয়ে এমপি মোস্তাফিজুর রহমানসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। এতে দ-বিধির ৩৩২ ও ৩৫৩ ধারায় সরকারী কর্মকর্তাকে মারধরের অভিযোগ আনা হয়।
×