ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওসি গুলিবিদ্ধ বিশেষ অভিযানে গে-ারিয়া ও ওয়ারীতে ১৪ ডাকাত আটক

প্রকাশিত: ০৪:১৫, ১৩ জুন ২০১৬

ওসি গুলিবিদ্ধ বিশেষ অভিযানে গে-ারিয়া ও ওয়ারীতে ১৪ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার ॥ ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর ওয়ারী ও গে-ারিয়ায় ১৪ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার রাতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতিকালেই এদের গ্রেফতার হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে। গে-ারিয়ায় গ্রেফতার ৭ ডাকাত একটি গণধর্ষণ মামলার আসামি। আর অন্যদের বিরুদ্ধেও অস্ত্র, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। অভিযান চলাকালে গে-ারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমানসহ তিনজন গুলিবিদ্ধ হন। রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ওয়ারী জোনের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম জানান, ওয়ারী ও গে-ারিয়া থানা পুলিশ ৭ জন করে এ ১৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশের কাছে গোপন খবর আসে, ওয়ারী থানার স্বামীবাগ ওয়ান্ডারল্যান্ড পার্কের গলির ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ ৭ জনকে সেখান থেকে গ্রেফতার করে। এর আগে একইভাবে গোপন খবর পেয়ে গে-ারিয়া পুলিশ নামপাড়া রেললাইন বস্তি সংলগ্ন বায়তুল হাসান জামে মসজিদ এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাত দলের সদস্যরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গে-ারিয়া থানার ওসিসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে গ্রেফতার করা হয় ৭ ডাকাতকে। গে-ারিয়ায় গ্রেফতার ডাকাতরা হলো মিলন ওরফে ভ্যান মিলন ওরফে সজীব (২৭), স্বপন (২৫), সজীব ওরফে রাজু ওরফে কাজল (২২), মাসুদ ওরফে কালা মাসুদ (২২), মিন্টু (২১), রনি (২৩) ও সাগর (২১)। ওয়ারীতে গ্রেফতার ডাকাতরা হলো লিটন (২০), শুকুর আলী (২০), তারেক (২৪), হৃদয় হোসেন (১৮), ওমর ফারুক (২০) আলাউদ্দিন (১৮) ও কামাল হোসেন (১৯)। ডিসি সৈয়দ নুুরুল ইসলাম বলেন, পুলিশ সারা বছরই জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। তবে যখন কোন অপরাধ বেড়ে যায়, তখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। অপরাধীরা গ্রেফতার হলে নতুন করে অপরাধীদের তালিকা করা হয়।
×