ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে ‘আইএস’ পরিচয়ে পুরোহিতকে হুমকি

প্রকাশিত: ০৬:৪৬, ১২ জুন ২০১৬

মোরেলগঞ্জে ‘আইএস’ পরিচয়ে পুরোহিতকে হুমকি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জের এক পুরোহিতকে মোবাইল ফোনে আইএস পরিচয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। শনিবার এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন সেরেস্তাদারবাড়ি শ্রী গুরু আশ্রমের পুরোহিত শ্রীবাস চক্রবর্তী (৪৫)। সাধারণ ডায়েরিতে শ্রীবাস চক্রবর্তী উল্লেখ করেন, ‘বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ০১৭৪৬-৮৪৪৫৪৯ নম্বর মোবাইল থেকে পুরোহিতের ০১৭৫১-৬৫২৬২১ নম্বর মোবাইলে ফোন দিয়ে আইএস পরিচয় দিয়ে প্রথমে জানতে চাওয়া হয় সে পুরোহিত কিনা। পরিচয় দেয়ার পরে তাকে সাবধান থাকতে বলা হয়েছে’। শ্রীবাস চক্রবর্তী বরিশালের মুলাদী উপজেলার মুলাদী গ্রামের সুনীল কুমার চক্রবর্তীর ছেলে। তিনি দীর্ঘ ৬বছর ধরে ৬ হাজার টাকা বেতনে মোরেলগঞ্জে শ্রী গুরু আশ্রমে পুরোহিতের দায়িত্ব পালন করছেন। পুরোহিতকে হুমকির ঘটনায় উপজেলা সদরের ৬টি মন্দিরের পুরোহিতদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাপের সঙ্গে বন্ধুত্ব স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সাত বছরের মুন্না। বিষধর সাপ নিয়ে তার খেলা। সাপগুলো তার বন্ধু বনে গেছে। মুন্নাকে ভালই চেনে। তাই কখনও কখনও মুন্নার গলা-শরীর পেঁচিয়ে মুন্নাকে বুকে জড়িয়ে নেয় সাপগুলো। রংপুর শহরের লালবাগ এলাকার লালচান মিয়ার ছেলে মুন্না মিয়া। বাবার হাত ধরে এ শিশুটি তিন বছর বয়স থেকে সাপখেলা দেখাতে অভ্যস্ত হয়ে ওঠে। তাই বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বাবা লালচানের সঙ্গে সাপখেলা দেখায় মুন্না। কয়লা ক্রেতা সম্মেলন নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১১ জুন ॥ বড়পুকুরিয়া কয়লা খনি হতে উৎপাদিত কয়লার বহুমুখী ব্যবহার, গুণগতমান ও ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে ব্যবহারকারী ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে শনিবার দুপুরে খনির বিসিএমসিএল অফিসার্স ক্লাবে কয়লা ক্রেতা সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষ হয় বিকেল ৫টায় এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) তৌহিত হাসনাত খান।
×