ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের কেনাকাটা

রাজশাহীতে আকর্ষণীয় পোশাক নজর কাড়ছে

প্রকাশিত: ০৬:৩৩, ১২ জুন ২০১৬

রাজশাহীতে আকর্ষণীয় পোশাক নজর কাড়ছে

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রোজা শুরুর প্রথম সপ্তাহেই রাজশাহী নগরীর বিপণি বিতানে জমে উঠেছে ঈদের কেনাকাটা। নগরীর সাহেববাজার, আরডিএ মার্কেটসহ বিভিন্ন বিপণি বিতানে ক্রেতার ভিড় দেখা গেছে। শপিংমলগুলোতেও ক্রেতার ভিড় বাড়ছে প্রতিদিন। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি বজায় থাকায় এবার যে কোন বছরের চেয়ে ভাল ব্যবসার আশা ব্যবসায়ীদের। এরইমধ্যে দোকানপাট ও বিপণি বিতান ভরেছে ঈদের নতুন পোশাকে। বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, এবার প্রথম রোজা থেকেই মার্কেটে মার্কেটে ক্রেতার ভিড় লক্ষণীয়। কেনাকাটাও হচ্ছে ভাল। বড় বড় বিপণি বিতান থেকে শুরু করে শপিংমল ও ফুটপাথ কোথাও কম নেই ক্রেতা। এক দোকান থেকে আরেক দোকান ছুটে বেড়াচ্ছেন ক্রেতা। শনিবার নগরীর কয়েকটি মার্কেটে গিয়ে দেখা গেছে কোথাও কেনাকাটার কমতি নেই। সকাল থেকেই ক্রেতারা আসছেন। রাজশাহীর সপুরায় সিল্ক হাউসগুলোও এখন সরগরম হয়ে উঠেছে। রাজশাহীর ঐতিহ্যবাহী সপুরা সিল্কের মালিক সদর আলী জানান, এবার রাজনৈতিক স্থিতিশীলতা ও বিশ্ববিদ্যালয় খোলা থাকায় ব্যবসা ভাল হবে। রোজা শুরুর প্রথম থেকেই এবার কেনাকাটা শুরু হয়েছে। এদিকে ঈদকে সামনে রেখে নগরীর আরডিএ ও নিউমার্কেটের প্রতিটি দোকান সাজানো হয়েছে নতুন সাজে। ক্রেতাকে আকৃষ্ট করতে আনা হয়েছে রকমারি ডিজাইনের পোশাক। আকর্ষণীয় ডিজাইনের পোশাক নজর কাড়ছে ক্রেতার। তাই প্রতিটি দোকানেই এখন ক্রেতার উপচেপড়া ভিড়। ফ্যাশন হাউসগুলো সেজেছে নতুন সাজে। এখন বিশেষ করে কেনা কাপড়ের দোকানে দোকানে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। মেয়েদের সালোয়ার কামিজের দোকানে অস্বাভাবিক ভিড়। শনিবার বাজার ঘুরে দেখা যায়, আগের চেয়ে এবার বেড়েছে সব ধরনের সালোয়ার কামিজের সিট কাপড়ের দাম। শাড়ির দামও এবার বাড়তি। এবার ঈদকে সামনে রেখে বাজারে এসেছে কাতান, জামদানি, টাঙ্গাইল শাড়ির নতুন নতুন ডিজাইনের সুতি শাড়ি। এবারো সালোয়ার কামিজের তালিকায় রয়েছে বিভিন্ন টিভি সিরিয়ালের নামের বাহারি পোশাক। সাহেববাজারের শাড়ি ব্যবসায়ীরা জানালেন, এবার শাড়ির মধ্যে সবচেয়ে বেশি চলছে কাতান। এছাড়া প্রচলিত দেশী শাড়ির পাশাপাশি বাজারে চাহিদা রয়েছে বেনারসি কাতানের। ভিড় বেড়েছে নগরীর সিল্ক পল্লীতেও। ফুটপাথ থেকে বড় বড় মার্কেটের দোকান সবখানেই ঈদের ছোঁয়া লেগেছে এরই মধ্যে। ব্যবসায়ীরা জানান, এবার ব্র্যান্ডের পণ্যের চাহিদা সবচেয়ে বেশি ঈদের বাজারে। নগরীর আরডিএ মার্কেটের আবিদ বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আবিদ হাসান জানান, এবার ভাল ব্যবসা হবে। শুরু থেকেই কেনাকাটা শুরু হয়েছে। সাতক্ষীরায় জনযুদ্ধ নেতা গুলিবিদ্ধ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তালায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সঞ্জিত অধিকারী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছে এক পুলিশ। পুলিশের দাবি গুলিবিদ্ধ সঞ্জিত নিষিদ্ধ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) পলাতক নেতা। শুক্রবার রাত ২ টায় সাতক্ষীরার তালা উপজেলার খেসরা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সঞ্জিত অধিকারীর বাড়ি তালার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাঠি গ্রামে। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা জানান, রাতে উপপরিদর্শক রইসউদ্দিনের নেতৃত্বে পুলিশের দল খেসরার তেঘরিয়ার দিকে যাচ্ছিল। এ সময় একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশের উপপরিদর্শক বাদশা আহত হন। পুলিশ এ সময় পাল্টা গুলি করলে এক ডাকাতকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। পুলিশ তাকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ( জনযুদ্ধ) নেতা সঞ্জিত অধিকারী হিসাবে শনাক্ত করে।
×