ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা চালাচ্ছে সরকার ॥ রিজভী

প্রকাশিত: ০৬:৩০, ১২ জুন ২০১৬

দেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা চালাচ্ছে সরকার ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও অভিযোগ করেন পুলিশনির্ভর সরকার সাঁড়াশি অভিযানের নামে ঈদের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বকশিশ হিসেবে গ্রেফতার বাণিজ্যের সুযোগ করে দিয়েছে। সাঁড়াশি অভিযানের সমালোচনা করে রিজভী বলেন, গুপ্তহত্যা ঠেকাতে সারাদেশে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এটাকে জঙ্গীবিরোধী অভিযান বলা হলেও বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। কিন্তু গ্রেফতারকৃতদের মধ্যে ছোট-বড়-মধ্যম প্রকৃতির কোন জঙ্গীকে আটক করেছে বলে পুলিশ জানাতে পারেনি। রিজভী বলেন, অভিযানের নামে উচ্চ আদালতের দেয়া ৫৪ ধারাবিষয়ক নির্দেশনাও মানা হচ্ছে না। সম্প্রতি উচ্চ আদালতে ৫৪ ধারা বিষয়ক যে নির্দেশনা দেয়া হয়েছে সেটিকে উপেক্ষা করা হচ্ছে। তাই এটি আইনশৃঙ্খলা বাহিনীর আদালত অবমাননার শামিল। রুহুল কবির রিজভী বলেন, অভিযানে মাদকসেবীদের মতো কিছু সামাজিক অপরাধী থাকলেও ব্যাপকহারে গ্রেফতার করা হচ্ছে নিরপরাধ সাধারণ মানুষকে। প্রধানমন্ত্রী নাকি ‘হেড অব দ্য গবর্নমেন্ট’ হিসেবে সকল তথ্য পেয়ে থাকেন। তাই যদি হয় তাহলে উনার সংবাদ সম্মেলনের একদিন পরই পাবনায় আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পা-েকে কী করে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা? আসলে প্রধানমন্ত্রী প্রকৃত জঙ্গীবাদকে দমন করতে চান না। মূলত বিরোধী দল দমনই তাদের আসল উদ্দেশ্য। রিজভী বলেন, ঈদের আগে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানের নামে যেভাবে গণগ্রেফতার করছে, তাতে করে তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ ও বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগও উঠেছে। বাংলাদেশ জঙ্গীরাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাচ্ছে কিনাÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক। দেশেকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য নানা ধরনের চেষ্টার জন্য দায়ী সরকার। রুহুল কবির রিজভী বলেন, শুক্রবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বলেছেন শীঘ্রই টার্গেট কিলিং বন্ধ হবে। তার বক্তব্য নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছেÑ তাহলে এসব হত্যাকা-ের ঘটনায় তারাই জড়িত কিনা। সাম্প্রতিক হত্যাকা-গুলো নিয়ে মন্তব্য করতে গিয়ে রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এসব হত্যাকা-ের একজন আসামিকেও ধরতে সক্ষম হয়নি। বিনাবিচারে তদন্ত ছাড়াই মানুষকে গ্রেফতার করে কথিত ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে। এভাবে কথিত ক্রসফায়ারের নামে হত্যা রহস্যজনক। রিজভী বলেন, সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাদের বক্তব্য জঙ্গীবাদকে আরও উস্কে দিচ্ছে। বর্তমানে জঙ্গী দমনের নামে দেশব্যাপী যে গ্রেফতার বাণিজ্য চলছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এর অন্তরালে সরকারের বড় ধরনের কোন উদ্দেশ্য রয়েছে।
×