ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড়তি দামে পণ্য বিক্রি ॥ চট্টগ্রামে আগোরাকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:১৯, ১১ জুন ২০১৬

বাড়তি দামে পণ্য বিক্রি ॥  চট্টগ্রামে আগোরাকে  লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রচলিত দামের দ্বিগুণ দামে ভোগ্যপণ্য বিক্রির দায়ে সুপার চেইন শপ ‘আগোরা’কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান অভিযান চালিয়ে এ জরিমানা করেন। কাঁচামরিচ, টমেটো, বেগুন, চিনি ইত্যাদি পণ্যের দাম বেশি রাখায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। নিবার্হী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, ‘আগোরা’তে ৩০ টাকার টমেটো ৬৫ টাকা, ২৫ টাকার বেগুন ৫৫ টাকা, ৩০ টাকার কাঁচামরিচ ৮০ টাকা এবং ৫৫ টাকার চিনি ৬৩ টাকায় বিক্রি করছে। বাড়তি দামে পণ্যসামগ্রী বিক্রির দায়ে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ম্যাজিস্ট্রেট ছাড়াও র‌্যাব, ক্যাব ও বাজার মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
×