ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে ৫ পরিবারকে একঘরে

প্রকাশিত: ০৪:২৯, ১১ জুন ২০১৬

মির্জাপুরে ৫ পরিবারকে একঘরে

নিজস্ব সংবাদদাতা মির্জাপুর থেকে জানান, মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কায় ভোট না দিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ হেল শাফি ও তার লোকজন ৫ পরিবারকে একঘরে করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার উয়ার্শী ইউনিয়নের বন্দ্য কাওয়ালজানী গ্রামে। উয়ার্শী ইউনিয়নে চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক সামাজিকভাবে বন্ধ দেয়ার প্রতিবাদে ওই ৫ পরিবারের সদস্যসহ এলাকার লোকজন নিয়ে শুক্রবার সকালে মির্জাপুর প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছেন। গত ২৮ মে পঞ্চম ধাপে মির্জাপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ হেল শাফি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে উয়ার্শী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে উপজেলা আওয়ামী তাকে দল থেকে বহিষ্কার করেন। এ্রপর থেকেই আব্দুল্লাহ হেল শাফি উয়ার্শী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভোটারদের নৌকা প্রতীকে ভোট না দিতে হুমকি-ধমকি দিতে থাকেন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একাধিক লিখিত অভিযোগও দেয়া হয়। নির্বাচনে আব্দুল্লাহ হেল শাফি হেরে যাওয়ার পর তিনি ও তার বাহনভুক্ত আজিজ মিয়া, মাওলানা কাইয়ুম, ওমর আলীসহ তার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে গত ৫জুন মসজিদ উন্নয়নের কথা বলে বাদ মাগরিব বন্দ্য কাওয়ালজানি মসজিদে সভা ডাকেন। সভায় গ্রামের জহিরুল ইসলাম, দারগ আরী, আলমগীর হোসেন, আফজাল হোসেন, সেলিম মিয়া, শহিদুর রহমান, শফিকুল ইসলামকে নৌকা মার্কায় ভোট দেয়ার অপরাধে সামাজিকভাবে বয়কট করেন। এ ঘটনার পর থেকে ওই ৫ পরিবার ধর্মীয় ও সামাজিক কর্মকা- করতে পারছেন না বলে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
×