ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক নজরে মোহাম্মদ আলী

প্রকাশিত: ০৬:২৬, ১০ জুন ২০১৬

এক নজরে মোহাম্মদ আলী

জন্ম : ১৭ জানুয়ারি ১৯৪২, লুইসভিলা, কেন্টাকি, যুক্তরাষ্ট্র পিতৃ প্রদত্ত নাম : ক্যাসিয়াস মারসেলাস ক্লে জুনিয়র বাবার নাম : ক্যাসিয়াস মারসেলাস ক্লে মায়ের নাম : ওডেসা পরিবার : চার স্ত্রীর সংসারে ৭ মেয়ে ও দুই ছেলে উচ্চতা : ৬ ফুট ৩ ইঞ্চি বক্সিংয়ে যোগদান : ১৯৫৪ পেশাদার বক্সিংয়ে অভিষেক : ১৯৬০ প্রথম শিরোপা : রোম অলিম্পিক (১৯৬০) প্রথম বিশ্বচ্যাম্পিয়ন : ১৯৬৩ অবসর গ্রহণ : ১৯৭৯ পরিসংখ্যান : ৬১ ম্যাচে ৫৬টিতে জয় (৩৭টিতে নকআউট), পাঁচটিতে পরাজয় অর্জন : শতাব্দীর সেরা খেলোয়াড় (স্পোর্টস ইলাস্ট্রেটেট) শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব (বিবিসি) প্রেসিডেন্সিয়াল সিটিজেন মেডেল প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম বক্সিং হল অব ফেম পারকিনসন্স রোগে আক্রান্ত : ১৯৮৪ সালে ৪৩ বছর বয়সে। মৃত্যু : ৩ জুন, ২০১৬ (৭৪ বছর বয়সে)
×