ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ব্যাংক কাউন্টার থেকে ৭ লাখ টাকা নিয়ে চম্পট

প্রকাশিত: ০৪:২২, ১০ জুন ২০১৬

কুমিল্লায় ব্যাংক কাউন্টার থেকে ৭ লাখ টাকা নিয়ে চম্পট

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৯ জুন ॥ কুমিল্লায় পূবালী ব্যাংক থেকে নাজনীন বেগম নামে এক গ্রাহকের ৭ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে প্রতারকচক্র। বৃহস্পতিবার দুপুরের দিকে মহানগরীর চকবাজার বাণিজ্যিক এলাকা এবং চকবাজার পুলিশ ফাঁড়ির ২শ’ গজের মধ্যে অবস্থিত পূবালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। জানা যায়, দেবিদ্বার উপজেলার এগারগ্রামের আবদুল মতিনের স্ত্রী নাজনীন বেগম (৪৫) বৃহস্পতিবার দুপুরের দিকে এফডিআর করার জন্য ৭ লাখ টাকা নিয়ে মহানগরীর চকবাজারের পূবালী ব্যাংক শাখায় আসেন। তিনি ওই ব্যাংকের ৩টি কাউন্টারের মাঝের কাউন্টারে দাঁড়িয়ে টাকা জমা দেয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সংঘবদ্ধ প্রতারকদল তাকে ঘিরে দাঁড়ায় এবং ব্যাংকের ফ্লোরে নাজনীন বেগমের পায়ের কাছে কিছু টাকা ফেলে দেয়। পরে টাকা নিচে পড়ে গেছে বলে অভিনব কায়দায় প্রতারক দল নাজনীন বেগমের দৃষ্টি আকর্ষণ করে। এতে নাজনীন বেগম ওই টাকা কুড়িয়ে নেয়ার জন্য ফ্লোরে বসে পড়লে প্রতারকচক্র কাউন্টারের সামনে রাখা ৭ লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। ওই ব্যাংক থেকে তড়িঘড়ি করে পালানোর সময় ব্যাংকের সিঁড়িতে ৬০ হাজার টাকার বান্ডেল ফেলে যায়। এ সময় স্থানীয়রা ফেলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করে। পূবালী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক মোঃ ইউসুফ ফারুক জানান, আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কোন দুর্বলতা ছিল না।
×