ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লর্ডসে কুকের ব্যাটে ভাল শুরু ইংল্যান্ডের

প্রকাশিত: ০৪:১৪, ১০ জুন ২০১৬

লর্ডসে কুকের ব্যাটে ভাল শুরু ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের প্রথম দুই টেস্টে বড় কোন ইনিংস খেলতে পারেননি। তবে ইতিহাসে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এ্যালিস্টার কুক। এ কারণেই এখন বেশ উজ্জীবিত ইংলিশ অধিনায়ক। বৃহস্পতিবার ঐতিহাসিক লর্ডসে শুরু হওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেই অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। তার অপরাজিত ৬৩ রানের সুবাদে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে বেশ ভাল অবস্থানেই আছে স্বাগিতক ইংল্যান্ড। রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৪ উইকেটে ১২১ রান তুলেছে ইংল্যান্ড প্রথম ব্যাট করতে নেমে। আগের দুই টেস্টে শ্রীলঙ্কা কোন পাত্তাই পায়নি। ইতোমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে গেছে ইংল্যান্ড। লর্ডসে তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে কুকের দল। শুরু থেকেই দারুণ খেলছিলেন কুক ও এ্যালেক্স হেলস। উদ্বোধনী জুটিতে ৫৬ রানের জুটিও গড়েন তারা।
×