ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকের কষ্টার্জিত জয়

প্রকাশিত: ০৭:০৫, ৯ জুন ২০১৬

সোনালী ব্যাংকের কষ্টার্জিত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লীগ’-এ বুধবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে সোনালী ব্যাংক স্পোর্টিং রিক্রিয়েশন ক্লাব ৩-২ গোলে হারায় সাধারণ বীমা ক্রীড়া সংঘকে। দিনের অপর ম্যাচে ওয়ান্ডারার্স ক্লাব ১-১ গোলে ড্র করে ওয়ারী ক্লাবের সঙ্গে। এই লীগে প্রতিটি দল (১২টি) পরস্পরের বিপক্ষে একবার করে লীগ পদ্ধতিতে খেলবে। প্রথম পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ৬ দল খেলবে সুপার সিক্স লীগে। প্রথম পর্বে অর্জিত পয়েন্ট যোগ করে প্রিমিয়ার বিভাগে সুপার সিক্স লীগের স্থান নির্ধারিত হবে। প্রথম পর্বের গোলসংখ্যা সুপার সিক্সে যোগ হবে না। শুধু সুপার সিক্সে পক্ষে এবং বিপক্ষে গোল স্থান নির্ধারণের জন্য ধরা হবে। তবে এই নিয়ম চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রথম পর্ব ও সুপার সিক্স খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে লীগ চ্যাম্পিয়ন ও দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে রানার্সআপ হিসেবে ঘোষণা করা হবে। তবে পয়েন্ট সমান হলে গোল পার্থক্য ধরা হবে না। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলের সংখ্যা বেশি হলে প্লে অব ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ ড্র হলে পেনাল্টি শূট আউটের মাধ্যমে খেলার ফল নিষ্পত্তি করা হবে। চলমান লীগে এখন পয়েন্ট টেবিলের ভিত্তিতে সুপার সিক্সে খেলার পথে এগিয়ে আছে যে ৬ দল, তারা হলোÑ ঊষা (২২ পয়েন্ট), আবাহনী (২০), মেরিনার (১৯), মোহামেডান (১৭), ওয়ান্ডারার্স (১৪) এবং বাংলাদেশ এসসি (৯)।
×