ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিয়ের প্রলোভনে কিশোরীকে গণধর্ষণ

প্রকাশিত: ০৪:৩৮, ৬ জুন ২০১৬

বিয়ের প্রলোভনে  কিশোরীকে গণধর্ষণ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভুরুঙ্গামারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে গণধর্ষণ করেছে প্রতারক প্রেমিক ও তার বন্ধুরা। জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ওসমান আলীর বিবাহিত পুত্র জুয়েল মিয়া ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১ জুন তাকে বিয়ের কথা বলে মোবাইল ফোনে ডেকে অটোবাইকে তুলে নিয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে রাত ৯টার সময় জয়মনিরহাট লেফটেনেন্ট শহীদ সামাদ টেকনিক্যাল কলেজের একটি নির্জন কক্ষে কয়েকজন বন্ধু মিলে ভয়ভীতি দেখিয়ে প্রথমে জুয়েল ধর্ষণ করে। পরে ওই কিশোরীকে তার বন্ধুদের কাছে রেখে সটকে পড়লে কিছুক্ষণ পরে গ্রাম পুলিশ শাহজাহান আলী, বাবুল বাদশাহ, আবু হানিফ, আব্দুর রহিম, খাইরুল হক, সুজন মিয়া, হাবিজুল ও নওসের আলী পালাক্রমে ধর্ষণ করে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরদিন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। কিশোরীর মা শাহিনুর বেগম ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকারের কাছে মেয়ে ধর্ষণের বিচার দাবি করেন। চেয়ারম্যান সুষ্ঠু বিচার এবং ধর্ষক জুয়েলের সঙ্গে বিয়ের দেয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত বিচার কিংবা বিয়ের কোন ব্যবস্থা করে নাই। পরিত্যক্ত ককটেলে উড়ে গেছে শিশুর আঙ্গুল স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সদরের নামুজা ইউনিয়নের চৌমুহনী মসজিদ পাড়া এলাকায় রবিবার সকালে পরিত্যক্ত পাওয়া ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে সুজন নামে শিশু আহত হয়েছে। বিস্ফোরণে তার হাতের পাঁচ আঙ্গুল উড়ে যায়। তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও আহত শিশুর পারিবারিক সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সুজন বাড়ির কাছে নির্মাণাধীন বাড়ির ছাদে ওঠে। এ সময় সেখানে সে একটি ককটেল পায়। ছোট বল মনে করে সেটি নিয়ে খেলার জন্য হাতে তোলার সঙ্গে সঙ্গেই তা বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল সম্পূর্ণ এবং অপর ৪ আঙ্গুলের অর্ধেক উড়ে যায়। ইস্টার্ন ভার্সিটিতে নবীনবরণ ইস্টার্র্ন ইউনিভার্সিটির (ইইউ) ‘সামার ২০১৬’ সেমিস্টারের স্নাতক শিক্ষার্থীদের নবীনবরণ শনিবার ধানম-ির বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এর চেয়ারম্যান শামীম আহসান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, ডিন, উপদেষ্টা, চেয়ারপার্সন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ। Ñবিজ্ঞপ্তি কুড়িগ্রামে চাষী সমাবেশ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলার আদর্শ রেশম পল্লীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে রেশম র‌্যালি ও চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ছিনাই ইউনিয়নের রেশম পল্লী এলাকায় দিনব্যাপী র‌্যালি-সমাবেশ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রংপুর রেশম সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সাজাদুর রহমান এতে সভাপতিত্ব করেন। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ৫ জুন ॥ মোহনগঞ্জ দৌলতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৫ সালের সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের রবিবার সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডভোকেট লতিফুর রহমান রতন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোজাম্মেল হক।
×