ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সামাজিক দ্বন্দ্ব ও অস্থিরতার কারণেই ইউপি নির্বাচনে সহিংসতা ॥ হানিফ

প্রকাশিত: ০৮:৫৩, ৫ জুন ২০১৬

সামাজিক দ্বন্দ্ব ও অস্থিরতার কারণেই ইউপি নির্বাচনে সহিংসতা ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ প্রত্যেক সরকারই চায় দেশে শান্তি বজায় থাকুক। কোন সরকারই সহিংসতা চায় না। তাই সরকার সহিংসতা এড়িয়ে যতটা সম্ভব চেষ্টা করেছে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে। সফলও হয়েছে। তবে সামাজিক দ্বন্দ্ব ও অস্থিরতার কারণেই মূলত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ঘটছে। শনিবার ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় জাতীয় সম্মেলন সফল করতে গঠিত অর্থ উপ-কমিটির সঙ্গে অন্য সকল উপ-কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ইউনিয়ন পরিষদে সহিংসতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ আরও বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক দ্বন্দ্ব ও সামাজিক অস্থিরতার কারণে এ সহিংসতাগুলো ঘটেছে। এ অস্থিরতা মোকাবেলায় সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। যৌথসভায় আওয়ামী লীগের সম্মেলনের বাজেট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই যৌথসভার বিষয় ছিল সম্মেলনের বিভিন্ন ব্যয় নিয়ে বাজেট তৈরি করা। সম্মেলন নিয়ে বিভিন্ন উপ-কমিটিকে যে দায়িত্ব দেয়া হয়েছে, তা কত দূর হয়েছে সে বিষয়ও সভায় আলোচনা হয়েছে। আওয়ামী লীগের এই নেতা বলেন, এবারের আওয়ামী লীগের সম্মেলনে সাড়ে ৬ হাজার কাউন্সিলর ও ২০ হাজারের অধিক ডেলিগেট উপস্থিত থাকবে। সম্মেলনে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিদেশী মেহমানদের আমন্ত্রণ জানানো অব্যাহত রয়েছে। ইতোমধ্যে আমরা ৫০ জন রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। সংবাদ সম্মেলনের আগে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কৃষি বিষয়ক ড. আবদুর রাজ্জাক এমপি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন প্রমুখ।
×