ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোয়ারে ভাসছে উপকূল ॥ দুর্ভোগ চরমে

প্রকাশিত: ০৭:১৯, ৫ জুন ২০১৬

জোয়ারে ভাসছে উপকূল ॥ দুর্ভোগ চরমে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৪ জুন ॥ পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকায় বইছে অস্বাভাবিক জোয়ার। যেন জোয়ারে সবকিছু ভাসছে। জোয়ারের প্লাবনে বেড়িবাঁধের বাইরের হাজারো বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ডুবে যায়। অমাবস্যার প্রভাবে এমন জোয়ার বইছে বলে প্রবীণ মানুষের মতামত। কলাপাড়া শহরের বেড়িবাঁধের বাইরের ব্যবসায়ীদের জোয়ারের প্লাবনে ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের চার শতাধিক পরিবারের। তাদের বেড়িবাঁধ ভাঙ্গা থাকায় জোয়ারের পানিতে আবাদী জমি থেকে শুরু করে বাড়িঘর উঠোন-পুকুর সব পানিতে ডুবে যায়। ভেসে গেছে রবিশস্যসহ মাছ। একই দশা নিজামপুর ভাঙ্গা বেড়িবাঁধ এলাকার চারটি গ্রামের প্রায় তিন হাজার পরিবারের। তাদের বাড়িঘর, উঠোন, বিল-জমি সব জোয়ারের পানিতে একাকার হয়ে গেছে। বাদ যায়নি লালুয়ার মুন্সিপাড়ার মানুষের। বর্ষা মৌসুম না আসতেই অস্বাভাবিক জোয়ারের অস্বাভাবিক আচরণে মানুষ শঙ্কিত হয়ে পড়েছে। কুয়াকাটা সৈকতে অস্বাভাবিক জোয়ারের সঙ্গে প্রবল ঢেউয়ে সৈকতের ব্যাপক ক্ষতি হয়েছে। ধুয়ে গেছে প্রায় কুড়ি ফুট প্রশস্ত সৈকতের বেলাভূমি। মোটকথা শনিবারের অস্বাভাবিক জোয়ার কলাপাড়ার মানুষকে উৎকণ্ঠায় ফেলেছে। বালিয়াতলীসহ তিন/চারটি স্পটে খেয়া পারাপারে মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।
×