ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্দোলনে ব্যর্থ খালেদা জিয়া সরকার উৎখাতে ষড়যন্ত্র করছেন ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩৮, ৫ জুন ২০১৬

আন্দোলনে ব্যর্থ খালেদা জিয়া সরকার উৎখাতে ষড়যন্ত্র করছেন ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে ব্যর্থ হয়ে বেগম খালেদা জিয়া সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করছেন, মরিয়া হয়ে উঠেছেন উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একটি নির্বাচিত সরকার উৎখাতের জন্য মুসলমানদের শত্রু ইহুদীদের সঙ্গেও তিনি হাত মিলিয়েছেন। আগামী ২০১৯ সালের নির্বাচনে বাংলার মানুষ ভোটের মাধ্যমে তাদের ষড়যন্ত্রের বিচার করবে। হরতাল, অবরোধ ও মানুষ পুড়িয়ে হত্যা করে সরকার পতনে ব্যর্থ হয়ে তারা ইহুদীবাদের সংগঠন মোসাদের সঙ্গে দিল্লীতে বসে ষড়যন্ত্র করেছে। স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, সারা দুনিয়ার মানুষ যখন শেখ হাসিনার নেতৃত্বকে প্রশংসা করছেন, তখন বেগম জিয়া নানাভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। তারা লন্ডনে বসে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কেও অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেছিল। কিন্তু তা ব্যর্থ হয়েছে, থলের বিড়াল বেরিয়ে এসেছে। তিনি শনিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত গোলাম কিবরিয়ার স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতা দেন। এর আগে তিনি সিরাজগঞ্জ সার্কিট হাউসের হলরুমে জেলার উন্নয়ন কর্মকা-ের খোঁজখবর নেন এবং প্রস্তাবিত শহীদ এম মনসুর আলী সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৪৫ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকার চেক জেলা প্রশাসক বিল্লাল হোসেনের হাতে তুলে দেন। এ সময় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাঃ মহিদ মোঃ সাদিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা দফতরের উপ-পরিচালক শাহিন হাসানসহ জেলা পর্যায়ের বেশ ক’জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে কাজীপুর থেকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ ফুল দিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় বাজার স্টেশন মুক্তির সোপানে অনুষ্ঠিত গোলাম কিবরিয়ার স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, আমজাদ হোসেন মিলন এমপি, আব্দুল মজিদ ম-ল এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী হাসান, ১৪ দল নেতা জাসদ সভাপতি আব্দুল হাই তালুকদার, সাবেক এমপি তানভীর শাকিল জয়, মোস্তফা কামাল খান, হাজী ইসহাক আলী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, দানিউল হক দানী ও মরহুমের কন্যা নুসরাত ফারজানা ইলোরাসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতৃবৃন্দ। নির্লোভ, নির্মোহ, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক গোলাম কিবরিয়ার স্মরণসভায় উপস্থিত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিবরিয়ার মতো রাজনৈতিক সদাচরণের মানুষ এ সময়ে রাজনীতিতে বড়ই প্রয়োজন। তাকে হারিয়ে সিরাজগঞ্জের রাজনীতিতে একটি শূন্যতা বিরাজ করছে। সাম্প্রতিককালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সহাযোগিতা দেবার জন্য দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ নাসিম।
×