ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিসবাহ-আজহারের ডোপ টেস্ট!

প্রকাশিত: ০৫:৩৩, ৪ জুন ২০১৬

মিসবাহ-আজহারের ডোপ টেস্ট!

স্পোর্টস রিপোর্টার ॥ চট করে অনাকাক্সিক্ষত মনে হতে পারে। মিসবাহ-উল হক পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ দেশের হয়ে খেলছেন দীর্ঘদিন। অথচ সেই তাকেও ডোপ টেস্টে অংশ নিতে হচ্ছে। তবে এটি স্বাভাবিক বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ইন্তিখাব আলম। আন্তর্জাতিক ক্রিকেটের (আইসিসি) এ্যান্টি ডোপিং প্রক্রিয়ায় চলমান ডোপ টেস্ট দিতে নিতে হচ্ছে ওয়ানডে অধিনায়ক আজহার আলি, পেসার জুনায়েদ খান আর পুরনো পাপী ইয়াসির শাহকে। ‘মিসবাহ, আজহারের ডোপ টেস্ট হচ্ছে। তবে ইয়াসিরের পুনঃপরীক্ষাটাই প্রাধান্য পাবে।’ সংবাদ মাধ্যমকে বলেন ইন্তিখাব। বিদ্রোহ-বিতর্কের মতো পাকিস্তান ক্রিকেটে ডোপিংও একটি নৈমিত্তিক বিষয়। গত বছরের শেষ দিকে ডোপ টেস্টে পজেটিভ হন ইয়াসির। তার রক্তে নিষিদ্ধ ওষুধের উপাদন ধরা পড়ে। এজন্য তুখোড় এই স্পিনারকে সাময়িক সময়ের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানীদের নিয়ে আইসিসি তাই বাড়তি সতর্ক। আসন্ন ইংল্যান্ড সফর সামনে রেখে ইতোমধ্যে ক্রিকেটারদের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে ট্রেনিং ক্যাম্প থেকে এই নমুনা নেয়া হয়। এই ট্রেনিং ক্যাম্প শেষে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। তবে মিসবাহ-আজহারদের ভাগ্য নির্ভর করছে ডোপ টেস্টের ফলাফলের ওপর।
×