ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার কোপা কাঁপাতে প্রস্তুত সুয়ারেজ

প্রকাশিত: ০৫:৩৩, ৪ জুন ২০১৬

এবার কোপা কাঁপাতে প্রস্তুত সুয়ারেজ

স্পোর্টস রিপোর্টার ॥ আমূলে নিজেকে বদলে ফেলেছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ের তারকা এই স্ট্রাইকারের ক্যারিয়ারই হুমকিতে পড়েছিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কামড় কা-ের পর। ন্যক্কারজনক ওই ঘটনার পর ক্লাব ও জাতীয় দলে নিষিদ্ধ হয়েছিলেন ২৯ বছর বয়সী এই তারকা। তবে নিষেধাজ্ঞায় থাকার সময় যেন সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করেছেন সুয়ারেজ। এর প্রমাণ নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে তার পারফর্মেন্স। বার্সিলোনার হয়ে নজরকাড়া ধারাবাহিক পারফর্মেন্স প্রদর্শন করেছেন সদ্য শেষ হওয়া ২০১৫-১৬ মৌসুমে। বার্সিলোনার ডাবল শিরোপা জয়ে রেখেছেন সবচেয়ে বড় অবদান। শুধু তাই নয়, এবার তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির দীর্ঘদিনের দাপট ঘুচিয়ে সেরা গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জয় নিশ্চিত করেছেন। এমন সাফল্য নিয়েই এবার জাতীয় দল উরুগুয়ের হয়ে খেলতে এসেছেন কোপা আমেরিকা ফুটবলে। কোপার ১৪ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে চ্যাম্পিয়ন করানোর লক্ষ্য নিয়ে সোমবার সকালে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে মিশন শুরু করবেন সুয়ারেজরা। নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে সুয়ারেজ বলেছেন, আমাদের দলটা অসাধারণ। এখানে অনেক ভাল ভাল খেলোয়াড় আছে। আশা করছি আমরা ট্রফি পুনরুদ্ধার করতে পারবো। নিজের প্রস্তুতি সম্পর্কে বার্সা তারকা বলেন, ক্লাবের হয়ে অনেক ভাল একটা মৌসুমে গেছে। আশা করছি ফর্মটা উরুগুয়ের জার্সিতে বহাল থাকবে। উরুগুয়ের হয়ে ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত ৮৪ ম্যাচ খেলে ৪৫ গোল করেছেন সুয়ারেজ। আর মাত্র পাঁচ গোল পেলেই জাতীয় দলের জার্সিতে গোলের হাফসেঞ্চুরি হয়ে যাবে সাবেক লিভারপুল তারকার। ক্লাবের হয়ে যেভাবে গোল পেয়েছেন তার ছিটেফোঁটা দিতে পারলেও বিশেষ কোপা আমেরিকায় ৫০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন সুয়ারেজ। ‘সি’ গ্রুপে মেক্সিকো ছাড়াও উরুগুয়ের অপর দুই প্রতিদ্বন্দ্বী জ্যামাইকা ও ভেনিজুয়েল। দীর্ঘদিন ধরেই উরুগুয়ের কোচের দায়িত্বে থাকা অস্কার তাবারেজও ট্রফি জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না।
×