ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০

প্রকাশিত: ০৫:১৬, ৪ জুন ২০১৬

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শুক্রবার সকাল ছ’টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার শেরপুরের ধুনকুণ্ঠিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৬ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল ও শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো বাস চালক শামিম হোসেন বেলাল (৩৮), ট্রাক চালক রফিকুল ইসলাম ভোলা (৩৯), বাস যাত্রী নাজুমুল সরকার (৪০), বেনজীর রহমান (৩৭), পারভেজ (৩৬), তাজিরুল ইসলাম (৪০), রাকিব (৩৫) ও আব্দুল হাকিম (৩৫)। নিহত অপর ২ জনের পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন স্থানে মেসেজ পাঠানো হয়েছে। নিহতদের বাড়ি দিনাজপুর রংপুর ও টাঙ্গাইল জেলায়। হাইওয়ে পুলিশ, শেরপুর থানা পুলিশ, বাসযাত্রী ও স্থানীয়রা জানান, আগের দিনে রাতে একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রেখা পরিবহনের একটি বাস দিনাজপুরের ফুলবাড়ী যাচ্ছিল। সকাল ছ’টার দিকে বগুড়া-ঢাকা মহসড়কের ধারে শেরপুরের ধনকু-ি এলাকার পেন্টাগন হাইওয়ে হোটেলের কাছেই বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ৭ জন মারা যায়। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ, শেরপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন এবং শজিমেক হাসপাতালে দুইজন মারা যায়। আহতদের মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ১৪ জন ও শেরপুরে ২ জন চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দু’ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় উভয় প্রান্তে অন্তত দুই শ’ যানবাহন আটকা পড়ে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক ঘটনাস্থল থেকে সরানোর জন্য পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের বিশেষ গাড়ি আনা হয়। দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশের (বগুড়া অঞ্চল) পুলিশ সুপার ইসরাইল হাওলাদার জানিয়েছেন, ওভার টেকিং কিম্বা চালকের তন্দ্রাচ্ছন্নতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি বিস্তারিত তদন্ত করা হবে। হাইওয়ে পুলিশ ছাড়াও বগুড়া সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাসের আহত যাত্রীরা জানায়, ঢাকা থেকে বাসটি ছেড়ে যাওয়ার কথা ছিল রাত ১১টায়। প্রায় দুই ঘণ্টা দেরিতে বাস ছেড়ে যাওয়ার পর চালক রাস্তায় বেপরোয়া গতিতে বাসটি চালাতে থাকে। এ সময় যাত্রীরা বাসের চালককে বেপরোয়া গতিতে বাস চালাতে নিষেধ করলে কোন ভ্রƒক্ষেপই করা হয়নি। এ অবস্থায় টাঙ্গাইলের পরে কয়েকজন যাত্রী বাস থেকে নেমেও যায়। মহাসড়কের পেট্রোল হাইওয়ে পুলিশও বাসকে ধাওয়া করে বেপরোয়া গতিতে চালাতে নিষেধ করেনি। এক যাত্রী জানান, বাসের চালককে মাঝে মধ্যে তারা তন্দ্রাচ্ছন্ন হতেও দেখেছেন। এ সময় চালককে নিয়ন্ত্রিত হওয়ার কথা বললে সে দ্রুত দিনাজপুরের ফুলবাড়ীতে পৌঁছার কথা বলে যাত্রীদের ভয় পেতে বারণ করে। যাত্রীরা জানায়, বাসটি বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর গতিবেগ আরও বাড়িয়ে দেয় এবং একের পর এক ঝুঁকি নিয়ে ওভারটেক করতে থাকে। শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটেই। খুলনায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ॥ স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলতলার বরইতলা নামক স্থানে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে বিপরীতমুখী দুটো বাস অতিক্রম করার সময় মোটরসাইকেলটি একটি বাসের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বটিয়াঘাটা উপজেলার দেবীতলা গ্রামের নরেশ সরকারের ছেলে ভোলা সরকার (২৩) ও একই গ্রামের প্রভাষ মল্লিকের ছেলে উত্তম মল্লিক (৪২)। ফরিদপুরে সহকারীসহ ট্রাক চালক নিহত ॥ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক স্বয়ং ও তার সহযোগী নিহত হয়েছেন। শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মাঝিবাড়ী বাসস্ট্যান্ডের কাছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছনের দিক থেকে আরেকটি মিনি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মিনি ট্রাকের চালক মোঃ মোশারফ হোসেন (৫৫) ও তার সহযোগী মোঃ আপেল (৪০)। নিহতদের বাড়ি নরসিংদী জেলায়। পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত এক ॥ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে চান্দগাঁও এলাকায় একটি চলন্ত ট্রাকের ধাক্কায় নিয়াকত নামে একজন গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । সাভারে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০ ॥ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, এখানে ২টি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাউফলে পুলিশ ও আসামিসহ আহত তিন ॥ নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, এখানে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ ও আসামিসহ তিনজন আহত হয়েছে। শুক্রবার সকালে বাউফল সদর ইউনিয়নের অলিপুরা বাজারের কাছে এ ঘটনা ঘটেছে। আহতদের বাউফল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এরা হলেন, কনস্টেবল সালাউদ্দিন (৫৫), আসামি শহিদুল ইসলাম (২৮) ও চালক শাজাহান (৩৮)।
×