ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শরীয়তপুর পুলিশের লাঠিচার্জ ॥ আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

প্রকাশিত: ০৮:৫৫, ৩ জুন ২০১৬

শরীয়তপুর পুলিশের লাঠিচার্জ ॥ আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২ জুন ॥ আইনজীবীদের উপর বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশের লাঠিচার্জ ও স্থানীয় সন্ত্রাসীদের হামলায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ ১৫ আইনজীবী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এ্যাডভোকেট বজলুর রহমান, মাসুদুর রহমান, নজরুল ইসলাম, জামাল ভূইয়া, আমীন ইসলাম পলাশসহ ৭ জন আইনজীবীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় কয়েক ডিবি পুলিশ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আইনজীবীদের হুমকি দিচ্ছে বলে আইনজীবীরা অভিযোগ করেছেন। এ ঘটনার প্রতিবাদে রবিবার থেকে আইনজীবীদের অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের কর্মসূচী ঘোষণা করেছে জেলা আইনজীবী সমিতি। বিকেলে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক জরুরী সমাবেশে এ সিদ্ধান্ত নেয়া হয়। আদালত চলাকালে কোর্ট প্রাঙ্গণে এ্যাডভোকেট মাসুদুর রহমানের চেম্বারে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাদা পোশাকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ডিবি পুলিশ গ্রেফতার করতে আসলে আইনজীবী-পুলিশের মধ্যে বাগ-বিতন্ডায় এ ঘটনা ঘটে।
×