ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিক লাউঞ্জে খোশমেজাজে রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৬:০৮, ৩ জুন ২০১৬

সাংবাদিক লাউঞ্জে খোশমেজাজে রাষ্ট্রপতি

সংসদ রিপোর্টার ॥ সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। যখনই সময় পান তখনই সাংবাদিকদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে সময় কাটাতে হঠাৎ করেই সংসদে সাংবাদিক লাউঞ্জে ঢুঁ মারলেন রাষ্ট্রপতি। বাজেট অধিবেশন চলাকালে বিকেল সাড়ে চারটার দিকে লাউঞ্জে এসে সাংবাদিকদের সঙ্গে স্বভাবসুলভ হাস্যরসে মেতে ওঠেন তিনি। সাংবাদিকদের সঙ্গে প্রাণখোলা আলাপচারিতায় রাষ্ট্রপতি আবদুল হামিদ নিজেকে এখনও এনালগ দাবি করেন। বলেন- ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো বুঝতেই পারি না। এগুলো এখনও আমার কাছে ‘আন নোয়িং’ (অপরিচিত)। আমি টাকা তুলি চেকের মাধ্যমে। নিজের মোবাইল ফোনটা যে এনালগ তাও দেখান তিনি। বলেন, টাচ ফোন ব্যবহার করতে পারি না, একটা টিপলে অন্যটা আসে। কুশলাদি বিনিময় করার সময় একজন সাংবাদিক তাঁর জীবনী লেখার কথা জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, আমার আগে জিল্লুর সাহেব (প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান) জীবনী লেখা শেষ করতে পারেন নাই, মারা গেছেন। আমি শুরু করেছি, মরার আগে শেষ করতে পারব কিনা দেখি। এ সময় তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে সাংবাদিকদের কুশল জানতে চান। সাংবাদিকরাও রাষ্ট্রপতিকে কাছে পেয়ে তাঁর শরীরের খোঁজ খবর নেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, আমি যখন এখান থেকে যাই, তখন ছিলাম ৬৮ কেজি। এখন ৬৯ কেজি। এই কয়েক বছরে এক কেজি ওজন বেড়েছে। নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে রাষ্ট্রপতি সাংবাদিকদের কাছে আসেন, কিছু সময় অবস্থান করে খোঁজখবর নেন সবার। রাষ্ট্রপতি পার্লামেন্ট জার্নালিস্ট এ্যাসোসিয়েশনেরও খোঁজ খবর নেন। লাউঞ্জে সাংবাদিকদের কাজে সংশ্লিষ্ট বিভিন্ন সুযোগ-সুবিধা ঠিকমতো আছে কিনা সে বিষয়েও খোঁজ নেন। রাষ্ট্রপতিকে সাংবাদিক লাউঞ্জে স্বাগত জানান পার্লামেন্ট জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্য। সংসদের অধিবেশনে এ নিয়ে ৫ম বারের মতো রাষ্ট্রপতি সাংবাদিকদের লাউঞ্জে এসে শুভেচ্ছা বিনিময় করেন। স্পীকারের দায়িত্বে থাকার সময়ও আবদুল হামিদ প্রায়ই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতেন। প্রায় ১০ মিনিট সাংবাদিক লাউঞ্জে অবস্থান শেষে পুনরায় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করতে নিজ কার্যালয়ে যান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব জয়নাল আবেদীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
×