ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আগামীকাল শেষ দফা ইউপি নির্বাচন, প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ০৬:০৫, ৩ জুন ২০১৬

আগামীকাল শেষ দফা ইউপি নির্বাচন, প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ শঙ্কার মধ্যেই আগামীকাল শনিবার ইউপিতে ষষ্ঠ ও শেষ দফায় ভোট গ্রহণ করা হবে। গত ৫ দফায় নির্বাচনে সহিংসতায় নির্বাচন কমিশনও উদ্বিগ্ন রয়েছে। তবে কমিশন ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে এ নির্বাচনে নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। এ দফায় ৭শ’র বেশি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্বাচনী কর্মকর্তাকে মারধরের অভিযোগে ওই উপজেলার সব ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। শেষ হবে বেলা ৪টায়। ইসি জানিয়েছে এ দফায় সারাদেশে ১১২ উপজেলার সুষ্ঠু ও নির্বিঘেœ ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ষষ্ঠ দফায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পরিমাণ রয়েছে অন্য যে কোন দফার নির্বাচনের চেয়ে বেশি। প্রতি ৩ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে ১ জন করে। অতীতে সহিংসতাগুলো হয়েছে মূলত এই বিদ্রোহী প্রার্থীকে কেন্দ্র করেই। সংশ্লিষ্টরা বলছেন এ দফায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া না হলে সহিংসতার ঘটনা বাড়তে পারে। নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরা যাতে নিরাপদে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টির অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। এর আগে চতুর্থ ধাপের ভোটের পর পরই কমিশন নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একই ধরনের চিঠি দেয়া হয়েছিল। ওই চিঠিতেও সারাদেশে বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতা নির্বাচনের স্বাভাবিক পরিবেশকে বিঘিœত করছে উল্লেখ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ ভোটের অনূকূল পরিবেশ সৃষ্টির অনুরোধ করা হয়। ষষ্ঠ দফার মাধ্যমে শেষ হচ্ছে তিন মাসব্যাপী ইউপি নির্বাচন। আগামীকাল এ দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ দফায় নির্বাচনের জন্য ইসির সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। তবে এ দফায় ৭২৭ ইউপিতে ভোটগ্রহণের কথা থাকলেও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করার অভিযোগে ইতোমধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১৪ ইউপিতে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়েছে। ইতোমধ্যে ভোটার ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচন সরঞ্জাম ইতোমধ্যে নির্বাচনী এলাকায় পৌঁছানো হয়েছে। আজ শুক্রবার রাতের মধ্যে তা স্ব স্ব কেন্দ্রে পৌঁছে যাবে। নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সব ধরনের যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কমিশন জানিয়েছে বুধবার মধ্যরাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
×