ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

এক পরিবারের চারজনসহ নিহত ৯

প্রকাশিত: ০৪:৩৩, ২ জুন ২০১৬

এক পরিবারের চারজনসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে এক পরিবারের ৪ জন, চুয়াডাঙ্গায় পুলিশ সদস্য, সিরাজগঞ্জে দুই ব্যক্তি, রূপগঞ্জ ও সিলেটে দুই চালক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বাগেরহাট ॥ বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নারীসহ একই পরিবারের চার জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার ছোট পাইকপাড়ার মহাদেবের মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত শেষে পিকআপভ্যানে করে ১৪-১৫ ব্যক্তি বিকেলে খুলনা ফিরে যাচ্ছিলেন। এ সময় সদরের ছোটপাইকপাড়ার মহাদেবের মোড়ে পিকআপ ভ্যানটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে হতাহতের এ ঘটনা ঘটে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জনের মৃত্যু হয়। চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটিভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আরিফুল হক (২৫) নামের মোটরসাইকেল চালক আহত হন। তাকে উদ্ধার করে যশোর নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আরিফুল জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে। সিরাজগঞ্জ ॥ বুধবার সকালে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে জহরুল ইসলাম (৫০) নামের এক মোটরসাইকেল চালক রয়েছেন। তার বাড়ি সলঙ্গা থানার জালশুকা গ্রামে। রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের দাথিয়া ব্রিজের পাশে দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের কেবিনে থাকা এক অজ্ঞাতনামা নারী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ৫ জন। অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার দবিরগঞ্জ বাজার এলাকায় পিকআপ ভ্যান চাপায় জহরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার দুপুরে উপজেলার মৈকুলী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ঘটনা। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া আহতরা হলেন, বাস যাত্রী নারগিস আক্তার, নাসিমা আক্তার, হানিফ মোল্লা। সিলেট ॥ মঙ্গলবার রাত সোয়া ১০টার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কটালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
×