ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তির পথে ৮ ফুটবলার

প্রকাশিত: ০৫:৫৩, ১ জুন ২০১৬

মুক্তির পথে ৮ ফুটবলার

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমের দলবদল নিয়ে বহুল আলোচিত আট ফুটবলারের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। বিষয়টি ঝুলে আছে এখনও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে সোমবার রাতে সভা শেষে ওই ফুটবলারের বিষয়ে এখনও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্লেয়ার স্ট্যাটাস কমিটি। জানা গেছেÑ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে-অফ পর্বের এ্যাওয়ে ম্যাচটি তাজিকিস্তান থেকে খেলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দেশে ফিরলে আলোচিত ফুটবলারদের জিজ্ঞাসাবাদ করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বংলাদেশ ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। আট ফুটবলারের মধ্যে মামুনুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, সোহেল রানা, রায়হান হাসান ও ইয়াসিন মুন্না চট্টগ্রাম আবাহনীতে, জামাল ভুঁইয়া ও আলমগীর কবির রানা শেখ রাসেলে এবং শহীদুল আলম সোহেল ঢাকা আবাহনীতে খেলতে দলবদল করেন। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রায় দেনÑ বাফুফে ওই ৮ খেলোয়াড়ের ফিরিয়ে দিতে বাধ্য নয়। তারা কোথায় খেলবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তবে এক্ষেত্রে হাইকোর্টের কিছু নির্দেশনা থাকবে। সেই নির্দেশনা লিখিত আকারে না পাওয়া পর্যন্ত প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোন সিদ্ধান্ত নিতে পারবে না। তাদের বিষয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর সোমবার রাতে প্রথম সভায় বসে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সভায় আদালতের নির্দেশনা ও ফিফার নিয়ম পর্যালোচনা করেছেন তারা। ৮ ফুটবলারের বিষয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত জানাতে হবে আগামী ৮ জুনের মধ্যে। তবে ফিফার নিয়ম অনুযায়ী শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড যে ওই আট ফুটবলারকে পাচ্ছে না, এটা এখন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণাটা এখনও আসেনি। চূড়ান্ত সিদ্ধান্ত পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আজ এ বিষয়ে আরও একটি সভা হবার কথা রয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির। তবে জাতীয় অভিযুক্ত ফুটবলারদের অনেকেই এখন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ খেলতে জাতীয় দলের সঙ্গে তাজিকিস্তানে অবস্থান করছে। আর তাই তারা দেশে না ফেরা পর্যন্ত কোন সিদ্ধান্ত আসছে না। জাতীয় দল দেশে ফিরলে মামুনুল-জামাল ভুঁইয়াসহ আট ফুটবলারকে জিজ্ঞাসাবাদ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। প্লেয়ার স্ট্যাটাস কমিটির সর্বশেষ সিদ্ধান্ত ফুটবলারদের পক্ষেই ছিল। তাদের রায় আট ফুটবলার বর্তমানে যে ক্লাবে আছেন, সে ক্লাবেই খেলতে পারবে। শেখ জামালের দাবি বৈধ নয় মামুনুল, নাসিরদের ব্যাপারে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞায় ঘরোয়া আসরে খেলা বন্ধ হয়ে যায় তাদের। এরপর আদালতের চূড়ান্ত রায়Ñ প্লেয়ার স্ট্যাটাস কমিটি আট ফুটবলারের বিষয়ে যে রায় দেবে সেটাই চূড়ান্ত। তবে এই কমিটির রায় আসার আগ পর্যন্ত এরা কোন ক্লাবের হয়ে খেলতে পারবেন না। ফলে স্বাধীনতা কাপ খেলা হয়নি তাদের। কোর্টের রায়ের লিখিত কপি না আসায় সভায় বসতে পারছিল না প্লেয়ার স্ট্যাটাস কমিটি। বাফুফে সূত্র মতে, কমিটির সিদ্ধান্ত ফুটবলারের পক্ষেই যাবে বাইলজ অনুযায়ী।
×