ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খ্যাপাটে বাদুড়ের দখলে শহর!

প্রকাশিত: ০৫:৪৬, ১ জুন ২০১৬

খ্যাপাটে বাদুড়ের দখলে শহর!

আপনার অন্দরমহলে প্রায়ই মশা, আরশোলা ও পিঁপড়ার উৎপাত চলতে থাকে। আর তাতেই আপনি নাজেহাল। এ সবের থেকে মুক্তির পথ খোঁজাই সেই সময়ে আপনার কাছে প্রধান হয়ে ওঠে। কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনি বাড়ির দরজা জানালা খুলতে পারছেন না, এমনকি বাড়ির বাইরে পা ফেললেই আপনাকে ঘিরে ধরছে এক ঝাঁক বদরাগী বাদুড়। তাহলে আপনি কি করবেন? অবাস্তব মনে হচ্ছে? মনে মনে বলছেন, আপনি কি গুহামানব যে আপনাকে ঘিরে থাকবে বাদুড়ের দল! না, এ কোনও কল্পকাহিনী নয়। বরং ঘোর বাস্তব। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস-এর দক্ষিণ তীরবর্তী শহর বেটম্যানস বে। শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্ত এখন দাপিয়ে বেড়াচ্ছে এক লাখ বাদুড়। আরও নির্দিষ্ট করে বলতে হলে বাদুড়ের এক প্রজাতি ফ্লায়িং ফক্স। এদের ডানার বিস্তার হয় ৩ ফুট পর্যন্ত। মার্চ মাস থেকে এই শহরের বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে এরা। খাবারের খোঁজেই তারা এখানে এসে উপস্থিত হয়েছে। এই সময়ে বেটম্যানস শহরে এক ধরনের ফুল হয় যার নির্যাস খেতেই এখানে ভিড় জমায় বাদুড়েরা। শহরকে বাদুড়মুক্ত করতে প্রশাসনের তরফে ৭০ জন কর্মী নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকারের তরফে ১৮ লাখ ডলার অর্থ সাহায্য দেয়া হয়েছে।-এবিসি নিউজ অবলম্বনে।
×