ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সার্ক এএডির প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৫২, ৩১ মে ২০১৬

সার্ক এএডির প্রতিবাদ

গত ১৮ মে দৈনিক জনকণ্ঠে সার্ক এ্যাসোসিয়েশন অব এসেথেটিক ডার্মাটোলজি (সার্ক এএডি) নিয়ে প্রকাশিত ‘কোটি টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির সহসভাপতি ডাঃ সরকার মাহবুব আহমেদ শামিম। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন- প্রকাশিত প্রতিবেদনে সার্ক এএডির অনুমোদন নেই এবং সার্ক এএডিকে ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি কোটি টাকা হাতিয়ে নেয়ার যে অভিযোগ তুলে ধরা হয়েছে, তা সঠিক নয়। প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সাধারণের আগ্রহের বিরুদ্ধে করা হয়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ করার পাশাপাশি সার্ক এএডির প্রত্যেক সদস্যের ব্যক্তিগত এবং পেশাগত সম্মানহানিকর। কারণ এর সঙ্গে প্রখ্যাত অধ্যাপক ডাঃ এম ইউ কবির চৌধুরী, অধ্যাপক ডাঃ এহসানুল কবির জগলু, অধ্যাপক ডাঃ কিউ এম মাহবুব উল্যাহ এবং ডাঃ জাহানারা ফেরদৌস খান জড়িত আছেন। যারা দক্ষিণ এশিয়া অঞ্চলে তুলনামূলক সর্বোত্তম চর্মরোগ বিশেষজ্ঞ। এর সপক্ষে প্রমাণ হিসেবে সার্ক এএডির সম্মেলনের ম্যাগাজিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক সম্মেলনের ব্রুশিয়ারে বার্তা দিয়েছেন বলে দাবি করেন। প্রতিবাদে প্রকাশিত প্রতিবেদনটি সত্য নয় এবং এতে সাধারণ আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটে না। প্রতিবেদকের বক্তব্য ॥ প্রকাশিত প্রতিবেদনটি করার সময় বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সভাপতি বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ একিএম সিরাজুল ইসলাম চৌধুরীর বক্তব্য নেয়া হয়। তিনি উল্লেখিত সংগঠনটি সার্কের অনুমোদনবিহীন বলে সুস্পষ্টভাবে দাবি করেন। রবিবার আবারও এ ব্যাপারে তার বক্তব্য চাওয়া হলে তিনি পূর্বেকার বক্তব্যে অটল রয়েছেন বলে জানান এবং কথিত সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন বলে জানান। অপরদিকে, সংগঠনটির ব্যাপারে সার্ক সেক্রেটারিয়েটের কাছে জানতে চাওয়া হলে সার্ক সেক্রেটারি ডেস্ক থেকে এইচআরটি ডিভিশনের ডেস্ক অফিসার পামির পাশ্বরী উত্তরে গত ১০ মে মঙ্গলবার জানান, সংগঠনটি সার্ক স্বীকৃত নয়।
×