ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিরাপদ প্রসব নিশ্চিত করতে জেলা-উপজেলায় এ্যাম্বুলেন্স সেবা

প্রকাশিত: ০৪:৩০, ৩১ মে ২০১৬

নিরাপদ প্রসব নিশ্চিত করতে জেলা-উপজেলায় এ্যাম্বুলেন্স সেবা

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রসূতি মায়ের নিরাপদ প্রসব নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক এ্যাম্বুলেন্স সেবা চালু করবে সরকার। স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করাতে নির্দিষ্ট এই এ্যাম্বুলেন্সের সেবা নিতে পারবে সাধারণ প্রসূতি নারী। অচিরেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে মন্ত্রী এ কাজে সাহায্য করার জন্য সহযোগী সংস্থাগুলোর সহায়তা কামনা করে বলেন, মৌলিক স্বাস্থ্য সেবার উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধির কোন বিকল্প নেই। সোমবার ঢাকায় ইউনিসেফের সহযোগিতায় একটি জাতীয় দৈনিক আয়োজিত ‘সকল প্রসূতির জন্য মানসম্মত সেবা আমাদের অঙ্গীকার’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছরের নিচে করা হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাল্যবিবাহ নিরাপদ প্রসবের জন্য বড় বাধা। বাল্যবিবাহ প্রতিরোধে দারিদ্র্য বিমোচন, শিক্ষার হার বাড়ানো, নারীর অর্থনৈতিক মুক্তি এবং নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরে তিনি বলেন, সরকারের এসব উদ্যোগের পাশাপাশি বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে সুশীল সমাজ, গণমাধ্যম ও ধর্মীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। মোহাম্মদ নাসিম বলেন, বর্তমানে গ্রামে ডাক্তার সংকট নেই। বৈঠকে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোইত পিয়েরে লারমি, কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির বাংলাদেশ প্রতিনিধি জো হাইয়ুন গুইসহ পরিবার পরিকল্পনা অধিদফতর, ইউনিসেফ, আইসিডিডিআরবি, ইউএনএফপিও, সেভ দ্য চিলড্রেন, ইউএসএআইডির উর্ধতন কর্মকর্তাগণ অংশ নেন।
×