ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফেডারেশন কাপ ফুটবলের টাইটেল স্পন্সর ওয়ালটন

প্রকাশিত: ০৬:০০, ৩০ মে ২০১৬

ফেডারেশন কাপ ফুটবলের টাইটেল স্পন্সর ওয়ালটন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১০ জুন থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ ফুটবল। এ প্রতিযোগিতা চলবে ২৫ জুন পর্যন্ত। এবার এই আসরের টাইটেল স্পন্সর হতে যাচ্ছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম এ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক শেষে ওয়ালটনকে ফেডারেশন কাপের টাইটেল স্পন্সর করার বিষয়টি উল্লেখ করা হয়। আনুষ্ঠানিকভাবে এ স্পন্সরশিপের ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়েছে। এবারের ওয়ালটন ফেডারেশন কাপে ১২ দল অংশ নিবে। দলগুলো হচ্ছেÑ শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র, ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, সকার ক্লাব ফেনী, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, টিম বিজেএমসি, রহমতগঞ্জ, উত্তর বারিধারা ও আরামবাগ ক্রীড়া সংঘ। বৈঠকে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার (ডন)।
×