ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচিত হলেন যারা

প্রকাশিত: ০৮:৪৭, ২৯ মে ২০১৬

নির্বাচিত হলেন যারা

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম দফা ইউপি নির্বাচনেও অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। রাত দেড়টায় শেষ খবর পর্যন্ত ৭১৭ ইউপির মধ্যে বেসরকারীভাবে আওয়ামী লীগ ৪১৬, বিএনপি ৭০, জাতীয় পার্টি ৬ ও ১৬৯ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। মুন্সীগঞ্জ ॥ নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন সদরের শিলই ইউপিতে আবুল হাসেম লিটন, বাংলাবাজারে সোহরাব হোসেন পীর, চরকেওয়ারে আক্তারুজ্জামান, গজারিয়ার গুয়াগাছিয়ায় আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, গজারিয়ায় আবু তালেব ভূইয়া ও বাউশিয়ায় মোঃ মিজানুর রহমান প্রধান। গজারিয়ার টেঙ্গারচরে বিএনপির সালাউদ্দিন মাস্টার, আওয়ামী লীগের বিদ্রোহীদের মধ্যে সদরের মহাকালীতে রিয়াজুল ইসলাম, মোল্লাকান্দিতে মহাসিনা হক কল্পনা, আধারায় শামসুল কবির মাস্টার, হোসেন্দিয়ায় মোঃ মাহাবুবুল হক মজনু, বালুয়াকান্দিতে মোঃ শহিদুজ্জামান জুয়েল, ইমামপুরে মন্সুর আহম্মেদ খান জিন্নাহ। টাঙ্গাইল ॥ মির্জাপুরের আনাইতারায় জাহাঙ্গীর আলম, (নৌকা), উয়ার্শীতে মাহবুব আলম মল্লিক হুরমহল (নৌকা), বাঁশতৈলায় আতিকুর রহমান মিল্টন (নৌকা), জামুর্কীতে আলী এজাজ খান চৌধুরী রুবেল (বিএনপি), গোড়াইয়ে তারিকুল ইসলাম নয়া (বিএনপি), বানাইলে ফারুক খান (স্বতন্ত্র), ভাতগ্রামে আজাহারুল ইসলাম (স্বতন্ত্র), মহেড়ায় বাদশা মিয়া (আওয়ামী লীগ বিদ্রোহী), বাসাইলের হাবলায় খোরশেদ আলম (নৌকা), কাউলজানীতে হাবিবুর রহমান চৌধুরী হবি (নৌকা), ফুলকীতে জাহিদুল ইসলাম বাবুল (বিএনপি), কাঞ্চনপুরে মামুনুর রশীদ মামুন (স্বতন্ত্র)। সখীপুরের যাদবপুরে একেএম আতিকুর রহমান আতোয়ার (নৌকা), বহুরিয়ায় গোলাম কিবরিয়া সেলিম (নৌকা), কালিয়ায় এসএম কামরুল হাসান (নৌকা), কাড়াজানায় তারিকুল ইসলাম বিদ্যুৎ (নৌকা), হাতীবান্দায় গিয়াস উদ্দিন (নৌকা) বহেড়াতৈলে গোলাম ফেরদ্রৌস (আওয়ামী লীগ বিদ্রোহী) বিজয়ী হয়েছেন। ঝিনাইদহ ॥ সদরের সাধুহাটি ইউনিয়নে নাজির উদ্দিন (স্বতন্ত্র), মধুহাটিতে ফারুক আহমেদ জুয়েল (স্বতন্ত্র), গান্নায় নাসির উদ্দিন (আ.লীগ), সাগান্নায় আলাউদ্দিন (বিএনপি), হলিধানীতে আব্দুর রশিদ (আ.লীগ), কুমড়াবাড়িয়ায় আশরাফুল ইসলাম (আ.লীগ), মহারাজপুরে খুরশীদ আলম (বিএনপি), হরিণাকু-ের চাঁদপুরে গোলাম মোস্তফা (আ.লীগ) নির্বাচিত হয়েছে। কুড়িগ্রাম ॥ উলিপুরের হাতিয়ায় এবিএম আবুল হোসেন (লাঙ্গল), দুর্গাপুরে আবেদ আলী ম-ল (ধানের শীষ), গুনাইগাছিতে আবুল কালাম আজাদ (ধানের শীষ), বুড়াবুড়িতে একরামুল হক (নৌকা), থেথরাইতে আইয়ুব আলী (লাঙ্গল), দলদলিয়ায় আতিয়ার রহমান মুন্সি (লাঙ্গল) ধামশ্রেণীতে রাখিবুল হাসান সরদার (চশমা), সাহেবের আলগায় সিদ্দিক আলী ম-ল (আনারস) বেগমগঞ্জে বেলাল হোসেন (আনারস) পান্ডুলায় আব্দুল জব্বার মঙ্গা (ধানের শীষ), তবকপুরে ওয়াদুদ হোসেন মুকুল (ঘোড়া মার্কা), বজরায় রেজাউল করিম আমীন (নৌকা মার্কা) ধরণীবাড়ীতে আমিনুল ইসলাম ফুলু (ধানের শীষ) বিজয়ী হয়েছেন। ঈশ^রদী ॥ সাত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে রয়েছেন লক্ষ্মীকু-ায় আনিসুর রহমান, ছলিমপুরে বাবলু মালিথা, দাশুড়িয়ায় বকুল সরদার, মুলাডুলিতে সেলিম মালিথা, সাঁড়ায় এমদাদুল হক রানা সরদার, পাকশীতে এনামুল হক বিশ^াস, সাহাপুরে মতলেবুর রহমান মিনহাজ ফকির বিজয়ী হয়েছেন। সান্তাহার ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচনে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে। একটিতে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিজয়ীরা হলেনÑ সান্তাহারে এরশাদুল হক টুলু, ছাতিয়ানগ্রামে আব্দুল হক আবু, আদমদীঘিতে জিল্লুর রহমান, নসরতপুরে শামছুল হক খন্দোকার, চাঁপাপুরে শামসুল হক শাম কুন্দুগ্রামে বেলাল হোসেন (মোটরসাইকেল)। মৌলভীবাজার ॥ কমলগঞ্জের রহিমপুরে ইফতেখার আহমেদ বদরুল (নৌকা), পতনঊষারে ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু (নৌকা), মুন্সীবাজারে আব্দুল মোতালিব তরফদার (নৌকা), শমশেরনগরে জুয়েল আহমদ (নৌকা), কমলগঞ্জ সদরে আব্দুল হান্নান (নৌকা), আলীনগরে ফজলুল হক বাদশা (নৌকা), আদমপুরে আবদাল হোসেন (বিএনপি) মাধবপুরে পুষ্প কুমার কানু (বিএনপি বিদ্রাহী), ইসলামপুরে আব্দুল হান্নান (বিএনপি বিদ্রাহী), শ্রীমঙ্গলের মির্জাপুরে আবু সুফিয়ান চৌধুরী (নৌকা), ভূনবীরে মোঃ চেরাগ আলী (আ.লীগ বিদ্রোহী), শ্রীমঙ্গলে ভানুলাল রায় (নৌকা), সিন্দুরখাঁনে আব্দুল্লাহ আল হেলাল (নৌকা), কালাপুরে মুজিবুর রহমান (আ.লীগ বিদ্রোহী), আশীদ্রোনে রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর (নৌকা), রাজঘাটে বিজয় বুনার্জী (নৌকা), কালিঘাটে প্রাণেশ গোয়ালা (নৌকা), সাতগাঁওয়ে মিলন শীল (আ.লীগ বিদ্রোহী) বিজয়ী হয়েছেন। নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারের বিশনন্দীতে আওয়ামী লীগের সিরাজুল ইসলাম, খাগকান্দায় শহীদুল ইসলাম নুরু, ব্রাহ্মণদীতে মোঃ লাক মিয়া, সাতগ্রামে অদুদ মাহমুদ, হাইজাদীতে আলী হোসেন ভুইয়া, মাহমুদপুরে আমানউল্লাহ আমান, উচিৎপুরায় মোঃ নাজিমউদ্দিন মোল্লা, ফতেপুরে আবু তালেব মোল্লা, কালাপাহাড়িয়ায় সাইফুল ইসলাম স্বপন ও দুপ্তারায় শাহিদা মোশারফ, সোনারগাঁয়ের পিরোজপুরে মাসুদুর রহমান মাসুম (নৌকা), কাঁচপুরে মোশারফ ওমর (নৌকা), সাদীপুরে আঃ রশীদ মোল্লা নৌকা, বারদীতে জহিরুল হক (নৌকা), মোগড়াপাড়ায় আরিফ মাসুদ বাবু (নৌকা), সনমান্দীতে জাহিদ হাসান জিন্নাহ (নৌকা), জামপুরে হামিম শিকদার শিপলু (নৌকা), বৈদ্যেরবাজারে ডাঃ আব্দুর রউফ (স্বতন্ত্র), নোয়াগাঁওয়ে মাওলানা ইউসুফ দেয়ান (নৌকা), শম্ভুপুরায় আব্দুর রব (লাঙ্গল) নির্বাচিত হয়েছেন।
×