ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনার সাইফুল হত্যার চার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৫, ২৯ মে ২০১৬

পাবনার সাইফুল হত্যার চার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্টন এলাকা থেকে আটক করা হয়েছে পাবনার চাঞ্চল্যকর সাইফুল হত্যা মামলার চার পলাতক আসামিকে। তারা হলেন-মোঃ রমজান আলী (৩৮), মোঃ সুরুজ আলী (২২), মোঃ দুলাল হোসেন (২৪), লিটন ইসলাম (২০)। শুক্রবার রাতে র‌্যাব-৩ পল্টনের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। জানা যায়, পাবনার ফরিদপুর থানার সাভার এলাকায় প্রভাব বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাইফুলকে হত্যা করা হয়। গত ২৮ জানুয়ারি সাইফুল ইসলাম তার মেয়ে বৈশাখীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ওই আসামিরা হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্রের নৃশংস কায়দায় আঘাত করা হয়। এতে সাইফুল মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা পালায়। এ ঘটনায় নিহত সাইফুল ইসলামের স্ত্রী রেবেকা সুলতানা বিপ্লবী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ওই চারজন ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়। এরপর আসামিরা গা- ঢাকা দেয়। এদিকে র‌্যাব এ মামলার আসামিদের ধরতে তৎপর হয়। আসামিরা রাজধানীর পল্টন এলাকায় আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযানে চালিয়ে ওই চারজনকে আটক করে। আটকের পর আসামিরা র‌্যাবকে জানায়- ভিকটিম সাইফুলের সঙ্গে এজাহার নামীয় আসামি মোঃ দেলেয়োর হোসেন গংয়ের সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল। নিহত সাইফুলের বড় ভাই গ্রামের মসজিদ কমিটির সভাপতি এবং ভিকটিম মসজিদের জমি ও খালের তত্ত্বাবধান করত। মসজিদ কমিটির সভাপতির পদ, মসজিদের খাল ও জমি তত্ত্বাবধান নিয়ে আসামিদের সঙ্গে সাইফুলের বিরোধ তুঙ্গে ওঠে। এরপরই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। এজন্য ঘাতকরা আসামিরা ইমরান হোসেন রতন ডাক্তারের বাড়িতে গোপন বৈঠকে বসে হত্যার নীলনক্সা তৈরি করে। এ হত্যামামলার প্রধান আসামি রমজান পাবনায় একাধিক হত্যা মামলার আসামি বলে জানিয়েছে র‌্যাব।
×