ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রীতি ম্যাচে জয় ছাপিয়ে মেসির চোট

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ মে ২০১৬

প্রীতি ম্যাচে জয় ছাপিয়ে মেসির চোট

স্পোর্টস রিপোর্টার ॥ দোরগোড়ায় কোপা আমেরিকা। ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে মরিয়া আর্জেন্টিনা। সে জন্যই শুক্রবার প্রীতিম্যাচে হুন্ডুরাসের মুখোমুখি হয়েছিল জেরার্ডো মার্টিনোর দল। প্রতিপক্ষের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এদিন জয় ছাপিয়ে আলোচনার বিষয় হয়ে ওঠে লিওনেল মেসির ইনজুরি। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে বল দখল করতে গিয়ে চোট পেয়ে ম্যাচ থেকেই যে ছিটকে পড়েন তিনি! আর্জেন্টিনা ছাড়াও এদিন প্রীতিম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। এদিন তারা ৩-১ গোলে হারায় ত্রিনিদাদ এ্যান্ড টোবাগোকে। তবে জ্যামাইকার কাছে হেরে গেছে চিলি। তুলনামূলক খর্বশক্তির দল জ্যামাইকা ২-১ গোলে হারায় কোপার বর্তমান চ্যাম্পিয়নকে। দীর্ঘ ২৩ বছর আগে বড় কোন টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। এরপর আর কোন বড় টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি তারা। গত বছর কোপা আমেরিকার ফাইনালে উঠেও চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। শুধু তাই নয় এর আগের বছরে বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় মেসি-এ্যাগুয়েরোদের। তবে আগামী মাসেই শুরু হতে যাওয়া কোপার বিশেষ টুর্নামেন্টে শিরোপা-খরার আক্ষেপ ঘুচানোর সুযোগ রয়েছে আর্জেন্টিনার। কিন্তু তার আগেই দলের সেরা তারকার চোট নিয়ে উদ্বিগ্ন দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুক্রবার গঞ্জালো হিগুয়াইনের একমাত্র গোলে হুন্ডুরাসের বিপক্ষে জিতলেও আর্জেন্টিনা শিবিরে শঙ্কা বাড়িয়ে দিয়েছেন অধিনায়ক মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে বল দখলের লড়াই করতে গিয়ে ব্যথা পান পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এরপর মাঠেই কিছুক্ষণ শুশ্রƒষার পর তাকে নিয়ে যাওয়া হয় কাছের এক হাসপাতালে। তবে চোট ঠিক কতটা গুরুতর তা জানা যায়নি। এক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশন শুধু জানিয়েছে, ‘মেসি কোমরের নিচের বাঁ দিকে আর পাঁজরের খাঁচার কাছে ব্যথা পেয়েছে। চোট বোঝার জন্য স্থানীয় হাসপাতালে তাকে পরিপূর্ণভাবে পরীক্ষা করা হচ্ছে।’ ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ মার্টিনো পরিষ্কার কিছু জানাতে পারেননি, ‘এখনই এ ব্যাপারে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। শুধু বলতে পারি সে কোমরের নিচের দিকে বেশ ভাল ব্যথা পেয়েছে।’ কোপা আমেরিকার ‘ডি’ গ্রুপে চিলি, পানামা ও বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আসছে ৭ জুন প্রথম ম্যাচে ‘আলবিসিলেস্তে’দের প্রতিপক্ষ চিলি। গত বছর কোপা আমেরিকার ফাইনালে এই চিলির কাছেই টাইব্রেকারে হেরে যাওয়ায় আর্জেন্টিনার জন্য ম্যাচটা প্রতিশোধেরও। তবে হুন্ডুরাসের বিপক্ষে জয়ের দিনে বর্তমান চ্যাম্পিয়ন চিলি হেরেছে জ্যামাইকার বিপক্ষে। ডোনাল্ডসন আর গ্রান্টের গোলে ২-১ ব্যবধানে হার মানে চিলি। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি করেন ক্যাসিলো। আর ভেনেজুয়েলার বিপক্ষে ২-১ গোলে জিতেছে কোস্টারিকা। এছাড়াও দিনের অন্য ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে উরুগুয়ে। এডিনসন কাভানি এদিন জোড়া গোল করেন। অথচ ম্যাচের ৭ মিনিটেই ত্রিনিদাদের হয়ে গোল করে চমকে দিয়েছিলেন উইলিয়ামস। কিন্তু ২৬ মিনিটে কাভানির পেনাল্টি গোলে সমতায় ফেরে উরুগুয়ে। পিএসজির এই তারকা ম্যাচের ৩৯ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। আর ৫২ মিনিটে ভিসিনোর গোলে ৩-১ এ এগিয়ে যায় উরুগুইয়ানরা। শেষ পর্যন্ত এই ফলাফল নিয়েই মাঠ ছাড়েন সুয়ারেজ-কাভানিরা।
×