ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সাফাদির সঙ্গে জয়ের বৈঠক বিএনপির সাজানো নাটক ॥ আওয়ামী লীগ

প্রকাশিত: ০৬:০০, ২৯ মে ২০১৬

সাফাদির সঙ্গে জয়ের বৈঠক বিএনপির সাজানো নাটক ॥ আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তাঁর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির বৈঠকের কথা অস্বীকার করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জয়কে জড়িয়ে সাফাদির সঙ্গে বৈঠকের কথা বিএনপির সাজানো নাটক উল্লেখ করে বিবিসি বাংলার এ সংক্রান্ত প্রতিবেদনের ব্যাপারে শীঘ্রই দলের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর কথাও জানিয়েছে দলটি। এছাড়া পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে হয়েছে বলেও দাবি দলটির। শনিবার ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ দাবি জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের দলীয় প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজিত হলেও সেখানে সাফাদির সাক্ষাতকারের বরাত দিয়ে বিবিসিতে প্রকাশিত জয়ের সঙ্গে তার কথিত বৈঠকের খবরের বিষয়টিই প্রাধান্য পেয়েছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি নেতারা লন্ডনে বসে সাফাদির সঙ্গে জয়ের বৈঠকের নাটক সাজাচ্ছেন। দলের নেতা আসলাম চৌধুরী আটক হওয়ার পর তারা যে সরকার উৎখাতের গভীর ষড়যন্ত্র করছিল, তার বিভিন্ন তথ্যপ্রমাণ ফাঁস হয়ে পড়ায় জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই এমন নাটক সাজানো হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বিএনপি ইসরাইলকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। তিনি বলেন, মিডিয়ার বদৌলতে বিবিসির খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিবিসির কোন রিপোর্টার এ সাক্ষাতকার নেননি, একটি ভিডিও বার্তা থেকে তথ্য নিয়ে রিপোর্টটি করা হয়েছে। বিবিসি সাক্ষাতকারটি নিলে তাদের সাংবাদিক দিয়েই নিত এবং নিঃসন্দেহে তার গুরুত্বও থাকত। কিন্তু বিবিসির মতো একটি আন্তর্জাতিক অনলাইন পত্রিকা অন্য একজনের ধার করা ইন্টারভিউ নিয়ে প্রচার করেছে যা সংবাদ জগত বা অন্য কারও জন্যই কাম্য নয়। এটি দুঃখজনক। বিবিসির কাছে আমরা প্রতিবাদলিপি পাঠাব। এ প্রসঙ্গে হানিফ আরও বলেন, সাক্ষাতকারটি আমিও দেখেছি। এ সাক্ষাতকারটি নিয়েছে বিএনপির লন্ডন প্রবাসী এক নেতা জেকব মিল্টন। সাক্ষাতকারটিতে মিল্টন অনেকটা ইচ্ছা করেই সাফাদিকে প্রশ্ন করেন এর আগে আপনার সঙ্গে বাংলাদেশের কারও সাক্ষাত হয়েছে কি-না? সাফাদি জবাবে বলেছেন হয়েছে। তার এ ধরনের প্রশ্নেই বোঝা যায় এটি সাজানো। এরপর বিএনপি নাটকটা সিডি বানিয়ে বিবিসি বাংলাকে দিয়েছে এবং তাদের ফিচার করতে বলেছে। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে। শনিবার সারা বাংলাদেশের যে সকল ইউনিয়নে নির্বাচন হয়েছে তার মধ্যে মাত্র ৩টি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটেছে। এটি ছাড়া সকল স্থানে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্থানীয় পর্যায়ের মেম্বার প্রার্থীরা নির্বাচনের মাঠে তাদের সামাজিক দ্বন্দ্বের বহির্প্রকাশ ঘটাচ্ছেন। তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপে এটি প্রমাণিত হয়েছে অবাধ একটি নির্বাচন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার বিবিসি বাংলা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে লিকুদ পার্টি নেতা সাফাদির চার/পাঁচ মাস আগে ওয়াশিংটনে একটি বৈঠক হয়েছে দাবি করে সংবাদ প্রকাশ করে। সেখানে সাফাদির একটি সাক্ষাতকারও প্রকাশ করা হয়। এর আগে ভারতে সাফাদির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠকের খবরে দেশজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় গত ১৫ মে আসলাম চৌধুরী গ্রেফতার হয়ে এখন কারাগারে রয়েছেন।
×