ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে

প্রকাশিত: ০৫:৫১, ২৯ মে ২০১৬

লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ এবার নির্ধারিত সময়ের আগেই বর্ষার আবহ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থান করছে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে এটি বাংলাদেশে চলে আসার সম্ভাবনা রয়েছে। তখন বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে। শনিবার দিনের অধিকাংশ সময় রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কয়েক দফা মাঝারি ধরনের বৃষ্টিতে দুর্ভোগে পড়ে নগরবাসী। অলি গলি ও রাস্তাঘাট হয়ে ওঠে কর্দমাক্ত। নগরীর অনেক এলাকায় সৃষ্টি হয় সাময়িক জলাবদ্ধতা। গ্রীষ্মকাল শেষ হতে আরও ১৫ দিন বাকি। এরই মধ্যে বৃষ্টিমুখর হয়ে পড়েছে সারাদেশ। দেশের প্রায় সব এলাকাতেই কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। সময় যত যাচ্ছে, এর মাত্রা আরও বাড়ছে। শনিবারও রাজধানীসহ দেশের অধিকাংশ জেলায় বৃষ্টি হয়েছে। সকাল দশটার দিকে রাজধানীতে নেমে আসে প্রথম দফা বৃষ্টি। তার আধাঘণ্টা পরেই নগরীর অনেক এলাকায় জমে ওঠে বৃষ্টির পানি। রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউ, রাজাবাজার, তেজতুরি বাজার, কাওরান বাজার, মৌচাক মোড়, পুলিশ লাইন, নাখালপাড়া, তেজকুনি পাড়া, খিলগাঁও, পুরাতন ঢাকার নাজিমউদ্দিন রোড, কাকরাইল, মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর, টিকাটুলি, হাটখোলা, রাজধানী সুপার মার্কেট, নিউ মার্কেট, ধানম-ি ২৭ নং রোডসহ অনেক স্থানে সৃষ্টি হয় সাময়িক জলাবদ্ধতা। গত কয়েক মাস ধরেই নগরজুড়ে চলছে খোঁড়াখুঁড়ির কাজ। সংস্কারের অভাব ও খোঁড়াখুঁড়ির কারণে নগরজুড়ে সৃষ্টি হয়েছে গর্ত। বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে ওই সব জায়গা। এমনিতেই ব্যবহারের অনুপযোগী রাজধানীর ৪০ ভাগের বেশি রাস্তা। রাজপথ থেকে অলিগলি সবখানেই রাস্তার বেহাল দশা। কোথাও বিশাল গর্ত। সংস্কারের অভাবে কোথাও কোথাও রাস্তা পরিণত হয়েছে ড্রেনে। তবে রাজপথ থেকে রাজধানীর অলিগলির চিত্র খুবই করুণ। মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণকাজের কারণে মগবাজার মোড় থেকে মৌচাক মোড় হয়ে রাজারবাগ পুলিশ লাইন পর্যন্ত এবং মালিবাগ মোড় থেকে শান্তিনগর মোড় পর্যন্ত রাস্তা শনিবারের বৃষ্টিতে অনেক কর্দমাক্ত হয়ে ওঠে। পথচারীদের চলাফেরার অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টি হলে রিক্সা, সিএনজিচালিত অটোরিক্সা, ট্যাক্সি ক্যাব ইত্যাদি যানগুলোর ভাড়া বেড়ে যাওয়া যেন নিয়মে পরিণত হয়েছে। বৃষ্টির অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেন চালকরা। পানিতে আটকে যায় যানবাহনের চাকা। ভেতরে পানি ঢুকে বন্ধ হয়ে যায় অনেক যানবাহন। ফ্লাইওভার নির্মাণের কারণে সৃষ্ট গর্তগুলো পানিতে ভরে যায়। শনিবার সকাল এগারটার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের উত্তর পার্শ্বের রাস্তা যেন বৃষ্টির পানিতে প্লাবিত এলাকা। এক মিনিটের রাস্তা পাড়ি দিতে পথচারীদের ব্যবহার করতে হয়েছে রিক্সা। ভাড়া নিয়েছে ১০ থেকে ১৫ টাকা। কাওরাবাজার পাইকারি মৎস্যবাজারের সামনের চিত্র খুবই করুণ। ফ্লাইওভার নির্মাণের কারণে রাস্তার অস্তিত্বই চেনা যাচ্ছিল না। আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
×