ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৪:১৪, ২৯ মে ২০১৬

রাজধানীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চাঁদনী চক মার্কেটে শনিবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে শোভা আহমেদ (৪৫) নামের এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার জগৎপুর গ্রামে। নিহতের সহকর্মী আলী জিনা জানান, শোভা আহমেদ নিউমার্কেট এলাকার চাঁদনী চক মার্কেটে পরিচ্ছন্নতার কাজ করতেন। তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে মার্কেটের ছাদে জমে থাকা ময়লা পরিষ্কার করার সময় শোভা বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলেও। কর্তব্যরত চিকিৎসক শোভাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শোভা আহমেদের মরদেহ দুপুরে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বৃষ্টিতে বিড়ম্বনা রাজধানীর এমন অনেক নিচু এলাকা আছে একটু বৃষ্টি হলেই সেখানে পানি জমে যায়। ফলে চলাচলের অসুবিধায় পড়তে হয় ওই এলাকার বাসিন্দাদের। বৃষ্টির পানির সঙ্গে পয়ঃনিষ্কাশনের নোংরা পানি দুর্গন্ধময় কর্দমাক্ত পরিবেশে নগরীর জীবনযাত্রা হয়ে পড়ে দুর্বিষহ। শান্তিনগর এলাকায় রাস্তা পানিতে ভর্তি থাকায় একজন পথচারী তার সঙ্গীকে কোলে নিয়ে রাস্তা পার করান। ছবি জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রীর। ফুল বিক্রি- ফুল সংগ্রহের পর সেগুলো ফুলের দোকানে বিক্রি করে যে টাকা আয় হয় তাই দিয়েই চলে রাকিবদের সংসার। মা ও ছোট ভাইবোনদের রুটি-রুজির জন্যই এই বয়সেই তাকে সংসারের ঘানি টানতে হচ্ছে। সোহ্্রাওয়ার্দী উদ্যান থেকে কাঁঠালচাঁপা সংগ্রহ করে শাহবাগের উদ্দেশে ফিরছে রাকিব। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×