ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী শিশু ধর্ষিত ॥ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৩:৪৬, ২৯ মে ২০১৬

প্রতিবন্ধী শিশু ধর্ষিত ॥ ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ২৮ মে ॥ কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকার কর্নপাড়া গ্রামে এক প্রতিবন্ধী শিশুকে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের ঘটনায় মোঃ চুন্নু বেপারী নামের এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। পরে রক্তক্ষরণ দেখে স্থানীয় লোকজন ওই শিশুকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে ধর্ষককে পুলিশ আটক করায় ক্ষিপ্ত হয়ে ধর্ষক পক্ষের লোকজন ধর্ষিতার পরিবারের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন কমপক্ষে ২০ জন। আহতদের মাদারীপুর ও কালকিনি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টায়। রেল কোয়ার্টার দখল ॥ মামলা নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২৮ মে ॥ রেলের কোয়ার্টার দখল করায় সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ সহকারী নির্বাহী প্রকৌশলী ও স্টেট ডিপার্টমেন্টের পক্ষে ফিল্ড কানুনগো শনিবার সকালে দখলদারের বিরুদ্ধে স্থানীয় জিআরপি থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রফিকুল ইসলাম রেলের কোয়ার্টার দখল করে অবকাঠামো পরিবর্তন করে প্রায় ১২ শতক জায়গায় ঘর-বাড়ী নির্মাণ করছেন। যোগাযোগ করার চেষ্টা করলে দখলদারকে পাওয়া যায়নি। মেঘনায় বালু উত্তোলনের প্রতিবাদ সংবাদদাতা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ২৮ মে ॥ অব্যাহত নদী ভাঙ্গন এবং ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নবীনগর উপজেলার মেঘনা তীরবর্তী চরলাপাং গ্রাম অচিরেই নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে গ্রামের দেড় হাজার পরিবারের ভবিষ্যত সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। শনিবার দুপুরে নবীনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চরলাপাং গ্রামবাসীর পক্ষে নূরুল ইসলাম মেম্বার, আরদুর রহিম নিয়াজ উল্লাহ, আবুল কাশেম শাকন মিয়া লিখিতভাবে অভিযোগ করেন যে, মেঘনার ভাঙ্গনে চরলাপাং মৌজার ১, ২ ও ৫ নং শিটের সম্পূর্ণ এবং ৬নং শিটের অর্ধেক নদীগর্ভে তলিয়ে গেছে। গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, বাজার, কবরস্থান, ঈদগাহ, ডাকঘর, স্যাটেলাইট ক্লিনিক যে কোন মুহূর্তে ভাঙ্গনের হুমকির সম্মুখীন। ভুয়া চিকিৎসক আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে নজরুল ইসলাম ওরফে আব্দুল হান্নান নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। হাসপাতাল বক্স পুলিশ সদস্যরা শনিবার সকালে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করে। আটক নজরুল ইসলাম হাসপাতাল সংলগ্ন কলাবাগান এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে। এর আগেও বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হন তিনি। তেঁতুলিয়া নদীতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৮ মে ॥ বাউফলের তেঁতুলিয়া নদীর ধুলিয়া-মমিনপুর পয়েন্টে শনিবার দিনে দুপুরে বাউফল এক্সপ্রেস নামক একটি মালবাহী কার্গোতে ডাকাতি হয়েছে। ডাকাতরা কার্গোর মাস্টার, ইঞ্জিনচালক ও কেরানীকে মারধর করে নগদ টাকা, মোবাইল ও ইঞ্জিনচালকের সনদ নিয়ে গেছে। ওই কার্গোর মালিক কার্তিক সাহা জানান, কার্গোটি বরিশাল থেকে কালাইয়া বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। দুপুরে কার্গোটি তেঁতুলিয়া নদীর ধুলিয়া-মমিনপুর পয়েন্ট এলে ইঞ্জিনচালিত একটি নৌকা থেকে ৭-৮ জনের একটি ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কার্গোতে ওঠে। বামনডাঙ্গা নদী খনন শুরু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পয়ঃনিষ্কাশনসহ বৃষ্টির পানি অপসারণে প্রধান বাধাগ্রস্ত হয়ে পড়েছে জনবসতি। সমস্যা নিরসনে এবার মাঠে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। তাই পয়ঃনিষ্কাশনসহ আসছে বর্ষাকালের বৃষ্টির পানি অপসারণের শনিবার সকাল থেকে শহরের ভেতর দিয়ে প্রবাহিত এবং দখল হয়ে হারিয়ে যাওয়া বামনডাঙ্গা নদীটি আনুষ্ঠানিকভাবে ড্রেজার মেশিন দিয়ে খনন কাজ শুরু করা হয়েছে। মাষ্টারপাড়া ও পাচমাথা এলাকা থেকে এর খনন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। মেয়র জানান, এই খনন কাজ চলবে শহরের কৃষিফার্ম পর্যন্ত। এটি বাস্তবায়িত হলে বর্ষার সময় শহরবাসীকে আর জলাবন্ধতার কবলে পড়তে হবে না। স্পিনিং মিলে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৮ মে ॥ শ্রীপুরের এক স্পিনিং মিলে শুক্রবার মধ্যরাতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার তুলা, মেশিনপত্র ও ডেকোরেশনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীপুরের মাওনা ফায়ার স্টেশনের পরিদর্শক জিহাদ মিয়া জানান, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় ট্রাই স্টার টেক্সটাইলস লিমিটেড (সাবেক যাদু স্পিনিং মিল) কারখানার একতলা সেমিপাকা ভবনের ফাইবার প্ল্যান্টে শুক্রবার রাত একটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই মাইক্রোডাস্টের মাধ্যমে মেশিনের তুলায় এবং সিলিংসহ পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। এ সময় নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে ব্যর্থ হয়ে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর, মাওনা ও ভালুকা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর শনিবার ভোর সোয়া ৫টার দিকে আগুন নেভায়। আগুনে কারখানার তুলা, মেশিনপত্র ও ডেকোরেশনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে কেউ আহত হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃদ্ধের আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৮ মে ॥ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কাপুরকাঠি গ্রামের জহর হালদার (৮৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় বসতঘরের বারান্দায় নিজের পরিধেয় ধুতি দিয়ে আড়ার সাথে ফাঁস লাগায়। জহর হালদার দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগে ভুগছিলেন এবং এ যন্ত্রণাদায়ক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যই আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের সূত্রে দাবি করা হয়েছে। দীর্ঘ ছুটিতে ইবি ইবি সংবাদদাতা ॥ গ্রীষ্মকালীন, রমজান, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় দীর্ঘ ৪৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ১ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন, পবিত্র রমজান, পবিত্র শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ক্লাসসমূহ বন্ধ থাকবে। গোপন বৈঠক ॥ তিন শিবির কর্মী আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গোপন বৈঠক করার সময় নগরীর পাঁচলাইশ এলাকা থেকে শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে ওই এলাকার মোহাম্মদীয়া হায়দার বিল্ডিংয়ের ভাড়া বাসা থেকে এদের গ্রেফতার করা হয়। ওই বাসা থেকে বিপুলসংখ্যক নিষিদ্ধ জিহাদী বই উদ্ধার করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে তারা ওই বাসায় গোপন বৈঠক করছিল। গ্রেফতার তিন শিবির কর্মী হলো, রাউজান উপজেলার ভুজপুর থানার হাসনাবাদ গ্রামের সফিউল আজমের ছেলে মোঃ ইকবার (২৭), লোহাগাড়া থানার বিবিভিল্লা এলাকার শাহজাহানের ছেলে হুমায়ুন কবির (২০), চকরিয়া থানার দরবেশকাটা এলাকার নাজিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মাহমুদ (৩২)। গ্রেফতার তিনজন গত ১১ মে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজার সময় যানবাহন ভাংচুর ও গোলাগুলির ঘটনায় জড়িত বলে জানা গেছে। রূপসায় সাঁকো ভেঙ্গে চরম জনদুর্ভোগ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রূপসা উপজেলার বাগমারস্থ গুপিয়ার খালের ওপর প্রায় চার বছর আগে নির্মিত কাঠের পুলটি পারাপারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এই পুলের ওপর দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রীসহ এলাকার শত শত মানুষ খাল পার হয়ে যার যার গন্তব্যে যাতায়াত করে থাকে। কয়েক মাস আগে থেকে পুলটির মাঝের একাংশ ও পাটাতনের অনেক তক্তা ভেঙ্গে গেছে। এতে এলাকাবাসীর যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়। ভাঙ্গা পুল জোড়াতালি দিয়ে পার হতে গিয়ে বিভিন্ন সময়ে শিক্ষার্থীসহ অনেকে খালে পড়ে পানিতে ভিজে একাকার হয়ে বাড়ি ফিরেছে। ভুক্তভোগীরা অবিলম্বে পুলটি পুনর্নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন। এলকাবাসী জানায়, চার বছর আগে সাবেক ইউপি চয়ারম্যান মোস্তফা কামাল গুপিয়ার খালের দুই পাড়ের মানুষের যাতায়াতের সুবিধার্থে কাঠের পুলটি তৈরি করেন। মোহনগঞ্জ-নেত্রকোনা যান চলাচল বন্ধ নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২৮ মে ॥ বাস-অটোরিক্সা মালিকদের মতানৈক্যের কারণে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। পণ্য পরিবহনে নেমে এসেছে স্থবিরতা। মোহনগঞ্জ সড়ক পরিবহন ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান জানান, অতিমাত্রায় অটোরিক্সা চলাচলের কারণে শুক্রবার থেকে নেত্রকোনা-সুনামগঞ্জ মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য অটোরিক্সা, বাস, ট্রাক, মাইক্রেবাসসহ সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। তিনি জানান, প্রথমে ১০টি অটোরিক্সা চলাচলের পারমিট দেয়া হলেও চলে প্রায় ৩শ’ অটোরিক্সা। ফলে বাসে লোকজন উঠছেই না।
×