ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হোয়াটসএ্যাপ থেকে চুরি হবে তথ্য!

প্রকাশিত: ০৬:১০, ২৮ মে ২০১৬

হোয়াটসএ্যাপ থেকে চুরি হবে তথ্য!

যখনই কোন এ্যাপ জনপ্রিয় হয়ে উঠে তখনই সেটাকে হ্যাক করার চেষ্টা চালায় হ্যাকাররা। এমনভাবে এ্যাপগুলো হ্যাক করা হয়, ব্যবহারকারীরা যেন স্বেচ্ছায় হ্যাকারদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেন। এবার তেমনই এক ফাঁদ পাতা হয়েছে হোয়াটসএ্যাপে। ‘হোয়াটসএ্যাপ গোল্ড’ নামে নতুন এক এ্যাপ ছাড়া হয়েছে, যেটি আসলে স্প্যাম। এর মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও চুরি করছে হ্যাকাররা। এ্যাপ ব্যবহারকারীদের ইনবক্সে একটি মেসেজ পাঠানো হয় আপগ্রেডের জন্য। ব্যবহারকারীরা হোয়াটসএ্যাপ গোল্ড নামে এই আপগ্রেড গ্রহণ করার মাধ্যমে হ্যাকারদের জালে আটকে পড়েন। ইনবক্সে পাঠানো মেসেজের সঙ্গেই হোয়াটসএ্যাপ গোল্ডে আপগ্রেড করার লিংক দেয়া থাকে। সেখানে বলা হয়, নতুন আপগ্রেডটি শুধু গুটিকয়েক ব্যবহারকারী ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে ফ্রি কলিং, নতুন থিম নতুন ইমোজি ও অধিক নিরাপত্তা পাবেন ব্যবহারকারীরা। কোন ব্যবহারকারী যদি লিংকটিতে গিয়ে আপগ্রেড করেন, তাহলে এ্যাপটি আপনার ফোনে ম্যালওয়ার ছড়িয়ে দিতে পারে এবং আপনার ফোনে থাকা তথ্য, ছবি ও অন্যান্য ব্যক্তিগত জিনিস হ্যাক করতে পারবে। বিভিন্ন সময়ে এ ধরনের স্প্যামের ব্যাপারে ব্যবহারকারীদের সচেতন করেছে হোয়াটসএ্যাপ। তবে জনপ্রিয় হওয়ার কারণে হোয়াটসএ্যাপের প্রতি হ্যাকারদের নজরদারি ঠিকই অব্যাহত আছে। - দি ইনডিপেনডেন্ট
×