ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রিজার্ভ হ্যাক

কারিগরি দুর্বলতা বিষয়ে সুইফটের কাছে ব্যাখ্যা চাওয়া হবে

প্রকাশিত: ০৬:০৭, ২৮ মে ২০১৬

কারিগরি দুর্বলতা বিষয়ে সুইফটের কাছে ব্যাখ্যা চাওয়া হবে

গাফফার খান চৌধুরী ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের বৈঠকে সুইফটের কারিগরি দুর্বলতার দিকটি বিশেষভাবে আলোচনায় ওঠছে। কি কারণে কারিগরি দুর্বলতার সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে সুইফটের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। এমনকি সুইফটের যেসব কারিগর বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কাজ করে গেছেন তারা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন। বাংলাদেশের তদন্তকারী সংস্থা সিআইডি ছাড়াও সুইফটের কারিগরদের অন্যান্য দেশের সংস্থাগুলোও কারিগরি ত্রুটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। চুরি যাওয়া টাকা যাদের কাছে রয়েছে তাদের স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি জব্দের আবেদন করা হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড বা গ্রীন কর্নার নোটিস জারির সুপারিশ করা হবে। যাতে অপরাধীরা অন্য কোন দেশে কোনপ্রকার সুযোগ সুবিধা না পায়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর ২০১৩ সালে সোনালী ব্যাংকের অর্থ চুরির বিষয়টি সম্প্রতি প্রকাশ পায়। এমন ঘটনায় রীতিমত হৈচৈ পড়ে গেছে দেশ-বিদেশে। বিশেষ করে সাইবার নিরাপত্তা নিয়ে রীতিমত উদ্বেগের সৃষ্টি হয়েছে। এমনকি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত সুইফটের কারিগরিসহ নানা দিক নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বের ১১ হাজার ব্যাংক সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) সঙ্গে যুক্ত। বাংলাদেশ ব্যাংকও সুইফটের সদস্য। এই ১১ হাজার ব্যাংকের নানা বিষয়ে সহায়তা দিয়ে থাকে সুইফট। বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ চুরির জন্য সুইফটের কারিগরি দুর্বলতা দায়ী বলে ধরা পড়েছে। ব্যাংকের অর্থ চুরি ঠেকাতে বাংলাদেশ সরকারের তরফ থেকে দ্রুত উদ্যোগ নেয়া হচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ফিলিপিন্সে যাচ্ছে। সিআইডি সূত্রে জানা গেছে, আজ শনিবার রাতেই সিআইডির সংঘবদ্ধ অপরাধ বিভাগের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক মোঃ শাহ আলম, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বাংলাদেশ শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)’র সহকারী মহা-পুলিশ পরিদর্শক (এআইজি) রফিকুল গণি ও বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তার সমন্বয়ে গঠিত ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ফিলিপিন্সে যাত্রা করছেন। আগামী ৩ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে। ফিলিপিন্সের ম্যানিলায় দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হবে। সেসব বৈঠকে শ্রীলঙ্কা, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও মিসরসহ ১১টি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার যোগ দেয়ার কথা রয়েছে। সূত্র বলছে, বৈঠকে সুইফটের কারিগরি দুর্বলতার দিকটি আলোচনায় বিশেষ প্রাধান্য পাবে।
×