ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে বজ্রপাতে দেড় শ’ গরুর মৃত্যু

প্রকাশিত: ০৪:১৩, ২৮ মে ২০১৬

চরফ্যাশনে বজ্রপাতে  দেড় শ’ গরুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ২৭ মে ॥ চরফ্যাশনের ঢালচরে বজ্রপাতে দেড় শ’ গরু মারা গেছে। আহত হয়েছে আরও ২টি। বুধবার সন্ধ্যায় ঝড়ের সময় বজ্রপাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়েছে। শুক্রবার পর্যন্ত ৪৫টি গরুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ১শ’ ১০টি গরু নিখোঁজ রয়েছে। নিখোঁজ গরুগুলো বজ্রপাতের পর জোয়ারের পানিতে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে। হতাহত সব গরু ঢালচরের স্থানীয় কৃষকদের এবং একই পালের বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হিরণ¥য় বিশ্বাসের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও আহত গরুর চিকিৎসা দিয়েছেন। ঢালচরের স্থানীয় সূত্রগুলো জানায়, শুক্রবার সকালে গরুর মালিক ঢালচর ৭নং ওয়ার্ডের মিজান গরু চরাতে বাগানে গিয়ে বাগানসংলগ্ন সাগরপাড়ে সারি সারি গরুর মৃতদেহ দেখতে পান। তারপর থেকেই দুর্ঘটনার বিষয়টি জানাজানি হয়।
×