ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দরজা খোলা কারাগার!

আজব হলেও গুজব নয়

প্রকাশিত: ০৬:৫০, ২৭ মে ২০১৬

আজব হলেও গুজব নয়

অপরাধের মাত্রা কমানোর জন্য দেশ হিসেবে নেদারল্যান্ড এক অভিনব পন্থা হাতে নিয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে হারলেমে অবস্থিত সাবেক ডি কোয়েপেল নামের একটি কারাগারকে শরণার্থীদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ১৮৮০ সালের কাছাকাছি সময়ে এই কারাগারটি তৈরি করা হয়েছিল। গম্বুজাকৃতির ছাদবিশিষ্ট দালানটি নিয়ে গ্যালারি সমৃদ্ধ ওই কারাগারটির সূচনা হয় তৎকালীন সময়ে। সেসময় দেশের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের এই কারাগারে অন্তরীণ করে রাখা হতো। তৎকালীন এই কারাগারে ফাঁসির মতো অমানবিক ব্যবস্থা চালু থাকলেও, বর্তমানে সেখানে এসব ব্যবস্থার কোন বালাই নেই। বর্তমানে ওই কারাগারে প্রায় চার শতাধিক শরণার্থী আশ্রয় গ্রহণ করেছে। কারাগারের বর্তমান কর্মচারীরা ওই শরণার্থীদের নিয়িমিত সেবা দিচ্ছেন। তাই বলে যদি ভেবে থাকেন যে, কারাগার খালি করে দিয়ে শরণার্থীদের আশ্রয় দেয়া হয়েছে তা নয়। কারাগারের কয়েদিরা যেখানে থাকার সেখানেই আছেন এবং তাদের সঙ্গেই আছেন শরণার্থীরা। আশ্রয় নেয়া শরণার্থীরা যাতে এই শিবিরে নিজেদের বন্দী না ভাবেন তাই কারাগারের সকল দরজা সবসময় খোলা রাখা হয়। কিন্তু এই দরজা খোলা রাখার পরেও কোন কয়েদি পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। কয়েদি এবং শরণার্থীদের এতটাই স্বাধীনতা দেয়া হয় যে, তারা চাইলে দিনের যে কোন সময় বাইরে যেতে পারেন এবং কয়েক রাত বাইরেও কাটিয়ে আসতে পারেন। অনেকটা বাড়ির মতো ব্যাপার পুরো কারাগারজুড়ে। কারাগারে অবস্থান করা শরণার্থীরা অনেকেই বিভিন্ন দেশ থেকে আসা। এখানকার স্বেচ্ছাসেবীরা স্বইচ্ছাপ্রণোদিত হয়েই ওই শরণার্থীদের সাহায্যের জন্য এগিয়ে আসে। সাত-সতেরো প্রতিবেদক
×