ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল খাগড়াছড়ি ও ফরিদপুরে ৩ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:২১, ২৭ মে ২০১৬

টাঙ্গাইল খাগড়াছড়ি ও ফরিদপুরে ৩ লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৬ মে ॥ গোপালপুরে আয়নাল হক (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিক আয়নাল উপজেলার মির্জাপুর ইউনিয়নের জোতআতাউল্লাহ দক্ষিণপাড়া গ্রামের দারোগ আলীর ছেলে। নিহত আয়নালের স্ত্রী লিপি খাতুন জানায়, মোবাইল টাওয়ার নির্মাণে রাজমিস্ত্রি হিসেবে দেশের বিভিন্ন এলাকায় তার স্বামী কাজ করত। গত সপ্তাহে চট্টগ্রাম থেকে সে ঘর দেয়ার জন্য বাড়িতে আসে এবং ঘর মেরামতের যাবতীয় জিনিসপত্র সংগ্রহ করে। বুধবার রাত ৮টার দিকে আয়নাল পাশর্^বর্তী দোকানে গেলে আর ফিরে আসেনি। এলাকাবাসী জানায়, গ্রামের ধান ক্ষেতের ভেতর দিয়ে যাওয়া রাস্তায় বৃহস্পতিবার ভোরে দুই মহিলা হাঁটার সময় একটি লাশ দেখতে পেরে চিৎকার করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। খাগড়াছড়ি ॥ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি থেকে জানান, বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের দশ নম্বর এলাকা থেকে কম্পিউটার অপারেটর তোফাজ্জল হোসেনকে লাশ উদ্ধার হয়। খাগড়াছড়ি শহরের মিলনপুর এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন তিন সন্তানের জনক। তার পিতার নাম আবুল কালাম। ফরিদপুর ॥ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, রতন শেখ (১৩) নামে এক কিশোর অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের যাদবপুর গ্রামের রাস্তার পাশ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রতন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মানিক শেখের ছেলে। চট্টগ্রামে গ্রেফতার ৬৮ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট। বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। সিএমপি সূত্রে জানানো হয়, গ্রেফতার ৬৮ জনের মধ্যে ১২ জনকে নিয়মিত মামলায় এবং ৩১ জনকে গ্রেফতারি পরোয়ানা মূলে আটক করা হয়। এরমধ্যে ২ জন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন। বাকিদের আটক করা হয় বিভিন্ন অভিযোগে। নেত্রকোনায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৬ মে ॥ ধর্ষণ মামলায় মোশারফ হোসেন স্বপনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদ- দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম আবুল কাশেম এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, মদন উপজেলার তপাইকোনা পাহাড়পুর গ্রামের বাসিন্দা মহসীন ইয়ার তালুকদারের ছেলে মোশারফ হোসেন স্বপন ২০০৬ সালে ১২ জুলাই একই উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের পঞ্চম শ্রেণী এক ছাত্রীকে ধর্ষণ করে।
×