ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রমজান ও ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৮:৫০, ২৫ মে ২০১৬

রমজান ও ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চাঁদাবাজি, ভেজাল খাদ্যসামগ্রী, বাস, লঞ্চ ও ট্রেন স্টেশনে টিকেট কালোবাজারি বন্ধে থাকছে কঠোর নিরাপত্তা। স্থাপন করা হচ্ছে অস্থায়ী ক্যাম্প ও মনিটরিং সেন্টার। মঙ্গলবার পুলিশ সদর দফতরে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে নিরাপত্তাবিষয়ক আলোচনায় এসব বিষয় প্রাধান্য পায়। পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। ভেজালবিরোধী অভিযান জোরদার করতে মোবাইল কোর্ট পরিচালিত হবে। এছাড়া মাদক উদ্ধার অভিযান চলবে জোরালোভাবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়কে তল্লাশির নামে যানবাহন থামানো যাবে না।
×