ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পানিতে ডুবে জাব ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৮:৩৫, ২৫ মে ২০১৬

পানিতে ডুবে জাব ছাত্রের মৃত্যু

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে পানিতে ডুবে বিশ^বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম জামিলুর রহমান জিসান। তিনি বিশ^বিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী এবং শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র। নিহত জিসানের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায়। মঙ্গলবার বিকেল পাঁচটায় টিচার্স ক্লাবের পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। জিসান শহীদ সালাম বরকত হলের আবসিক ছাত্র হলেও হলে অবস্থান করতেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে জিসান তার চারজন বন্ধুর সঙ্গে বিশ^বিদ্যালয়ের টিচার্স ক্লাবের পুকুরে গোসল করতে নামেন। জিসান ছাড়া বাকি চার জনের কেউই সাঁতার জানত না। তাই জিসান একাই পুকুরে সাঁতার কাটছিলেন। আর বাকিরা পুকুরের পাড়ের কাছে গোসল করছিলেন। নিহত জিসান পুকুরে সাঁতার দেয়ার পর হঠাৎ তাকে আর দেখা যাচ্ছিল না। কলেজ ছাত্রের মৃত্যু ॥ গাজীপুর থেকে নিজস্ব সংবাদদাতা জানান, মঙ্গলবার পিকনিক স্পটের পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম রিফাত হোসেন (২০)। তিনি মহানগরের উত্তর ছায়াবীথি এলাকার সৈয়দ রফিক উদ্দিনের ছেলে এবং গাজীপুর রয়েল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কলেজের ২য় বর্ষের ছাত্র ছিল।
×