ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জুনেই ৫০ ভাগ জলাবদ্ধতা নিরসন হবে ॥ ভারপ্রাপ্ত মেয়র

প্রকাশিত: ০৩:৫৫, ২৫ মে ২০১৬

জুনেই ৫০ ভাগ জলাবদ্ধতা নিরসন হবে ॥ ভারপ্রাপ্ত মেয়র

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মঙ্গলবার খুলনায় আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান বিশ্বাস বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের কাজ চলছে। আগামী জুন মাসের মধ্যে নগরীর ৫০ শতাংশ জলাবদ্ধতা নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারপ্রাপ্ত মেয়র বলেন, কেসিসি থেকে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনদুর্ভোগ লাঘবের জন্য রাতের বেলা নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে আবর্জনা অপসারণ করা হবে। আগামী জুলাই মাস থেকে অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে। তিনি বলেন, ইজিবাইক নগরবাসীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিদ্ধান্ত হয়েছে নগরীতে পাঁচ হাজারের বেশি ইজিবাইক চলতে দেয়া হবে না। সভায় খুলনা সিটি কর্পোরেশনের সেবা, উন্নয়নমূলক কর্মকা-, ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বিষয়ে প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হয়। তিনি জানান, আগামী অর্থবছরে চারটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে টিআইবির অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক নগর কর্তৃপক্ষ, টেকসই উন্নয়নের অন্যতম শর্ত’ জনতার মুখোমুখি নগরপিতা শীর্ষক এ সভা আয়োজন করা হয়। মেয়র বলেন, কেসিসিতে অর্থ সঙ্কট রয়েছে। তিনি পৌরবাসীকে নিয়মিত কর পরিশোধের আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সনাক খুলনার সভাপতি শেখ আব্দুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ রুমা খাতুন এবং পূর্বাঞ্চল-ট্রিবিউনের সম্পাদক বেগম ফেরদৌসী আলী। স্বাগত বক্তৃতা করেন সনাকের স্থানীয় সরকারবিষয়ক উপকমিটির আহ্বায়ক একে হিরু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাকের সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির। ইলিয়ট ব্রিজের সৌন্দর্য রক্ষায় মানববন্ধন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে ইলিয়ট ব্রিজের (বড়পুল) পাশে বহুতল ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানবন্ধন ও সমাবেশ করেছে সচেতন নাগরিক ফোরাম। মঙ্গলবার সকাল ১০টায় ইলিয়ট ব্রিজের পাদদেশে আসাদ উদ্দিন পবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, সিরাজগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন, জেলা জাসদ নেতা আবু বক্কর ভুঁইয়া, জেলা বাসদ সমন্বয়ক ও নাগরিক কমিটির নেতা কমরেড নব কুমার কর্মকার, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, হাজী আব্দুর রাজ্জাক নামে একজন প্রভাবশালী এই ব্রিজের নকশাভেদ করে নিজের বাড়ি নির্মাণ করলেও সিরাজগঞ্জ পৌরকর্তৃপক্ষ উদাসীন। আগামী ৭দিনের মধ্যে ইলিয়ট ব্রিজের সৌন্দর্য্য রক্ষায় পৌর মেয়র পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। পূর্বাঞ্চল রেলের ১২ কর্মচারীর বেতন বন্ধ ॥ আজ শুনানি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারী নিয়োগ বিধিমালা উপেক্ষা করে স্থায়ী পদে কর্মরত ও পদোন্নতিপ্রাপ্তদের ৬ মাস বেতন বন্ধ রাখার মতো ঘটনা ঘটেছে রেলের পূর্বাঞ্চলে। এ ঘটনায় সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব ও রেল মন্ত্রণালয়ের সচিব ও রেলের ডিজিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত ১২ কর্মচারী। ঢাকার আবদুল গনি রোডের প্রশাসনিক ট্রাইব্যুনাল-১এ মামলা দায়ের করেন ভুক্তভোগী ১২ রেল কর্মচারী। আজ বুধবার এ মামলার শুনানি। এ ধরনের অনিয়ম ধরা পড়ার পরও এডিজি (আরএস) এবং এডিজির (ফিন্যান্স) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মহাপরিচালকের দফতরের মেকানিক্যাল বিভাগের উপপরিচালক তাবাসসুম বিনতে ইসলামের এক দফতর আদেশের কারণে পূর্বাঞ্চলীয় স্টোর বিভাগে কর্মরত ১২ জনের বেতন ছয় মাস ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলায় বিবাদী করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, রেল মন্ত্রণালয়ের সচিব, রেলের ডিজি, এডিজি (আরএস), জিএম (পূর্ব), এফএএনসিএও (পূর্ব), ডাইরেক্টর (ইনভেন্টি কন্ট্রোল), ডেপুটি ডাইরেক্টরল (মেকানিক্যাল) ১০ জন। এ ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবর চিঠি চালাচালি হলেও কোন সুরাহা পায়নি ভুক্তভোগী এসব কর্মচারী। ফলে প্রধানমন্ত্রীসহ রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।
×