ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্ট্রিকের ইচ্ছার ওপর নির্ভর করছে সব ॥ আকরাম খান

প্রকাশিত: ০৬:১৮, ২৪ মে ২০১৬

স্ট্রিকের ইচ্ছার ওপর নির্ভর করছে সব ॥ আকরাম খান

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে আর নাও থাকতে পারেন হিথ স্ট্রিক। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নবাগত দল গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এ জিম্বাবুইয়ান পেসার। এর মধ্যেই তিনি ভারতের জাতীয় একাডেমির ফাস্ট বোলিং কোচ হিসেবে চাকরির জন্য আবেদন করেছেন বলে দেশটির একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম জানায়। এরপর থেকেই আসলে গুঞ্জনটার শুরু। তবে এ বিষয়ে কিছুই জানেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। কারণ আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কিছুই জানাননি স্ট্রিক। তবে তিনি থাকবেন কি থাকবেন না সে বিষয়টি পুরোপুরিই স্ট্রিকের ইচ্ছার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। কিন্তু আগেভাগেই ক্রিকেট পরিচালনা বিভাগ বিকল্পের সন্ধান শুরু করেছে। সেজন্য কয়েকজনকে সম্ভাব্য তালিকায়ও রাখা হয়েছে বলে জানিয়েছেন আকরাম। সে তালিকায় আছেন দুই শ্রীলঙ্কান চম্পকা রামানায়েকে ও চামিন্দা ভাস এবং সাবেক পাকিস্তানী পেসার আকিব জাভেদ ও ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ। ২০১৪ সালের মে মাসে দুই বছরের চুক্তিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন স্ট্রিক। তার সঙ্গে চুক্তির ধরনটা অবশ্য ছিল একটু ভিন্ন। দুই বছরে ৪৫০ দিন কাজ করার জন্য চুক্তিবদ্ধ ছিলেন। বাড়তি দিনের জন্য ছিল বাড়তি পারিশ্রমিকের ব্যবস্থা। চলতি আইপিএলে তিনি বোলিং কোচের দায়িত্বে আছেন গুজরাট লায়ন্সে। সেখানে বেশ ভালভাবেই দায়িত্ব পালন করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নজরে পড়েছেন। সপ্তাহ খানেক আগে স্ট্রিক নিজেও ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে ফাস্ট বোলিং কোচের চাকরির জন্য আবেদন করেছেন। এমনটাই দাবি দেশটির শীর্ষ স্থানীয় একটি পত্রিকার। তাদের প্রতিবেদনে দাবি করা হয় ক্রিকেট একাডেমির চেয়ারম্যান নিরঞ্জন শাহ স্ট্রিককে পেতে খুবই আগ্রহী। জুনেই বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে স্ট্রিকের। এ কারণে তিনি থাকছেন না ধরে নিয়েই ভবিষ্যৎ ভাবছে বিসিবি। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে বিসিবিকে কিছুই জানাননি স্ট্রিক। বিষয়টি নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না। কারণ তিনি আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। জানানোর পর এ বিষয়ে হয়তো আমরা বলতে পারব।’ ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরামও একই কথাই জানিয়েছেন। তিনি বিষয়টি ছেড়ে দিয়েছেন স্ট্রিকের ইচ্ছার ওপর। এ বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু স্ট্রিক আমাদের কিছু বলেননি তাই পরবর্তী কোচ হিসেবে কাউকে নেয়ার বিষয়ে আমরাও সেভাবে পদক্ষেপ নেইনি। তিনি থাকবেন কিনা সেটা তার ওপরই আমরা ছেড়ে দিচ্ছি। তিনি অনেক ভাল কাজ করেছেন। আর বিসিবির সিদ্ধান্তও এখানে বড় বিষয়। তিনি জানালে তখন আমরা হয়তো এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নিতে পারব।’ স্ট্রিক আনুষ্ঠানিকভাবে কিছু না বলার কারণে এ বিষয়ে বিসিবিও কোন আলোচনা করেনি এ জিম্বাবুইয়ানের সঙ্গে। এমনটাই জানালেন আকরাম। তবে যেহেতু চুক্তির মেয়াদ শেষের পথে এবং স্ট্রিকের চলে যাওয়ার একটি গুঞ্জন উঠেছে সেজন্য বিকল্প চিন্তা শুরু করে দিয়েছে বিসিবি। এ বিষয়ে আকরাম বলেন, ‘আমরা কারও সঙ্গে সেভাবে আলোচনা করিনি। তবে একটা তালিকা করেছি। স্ট্রিক কিছু জানানোর পর সে অনুসারে আমরা পদক্ষেপ নেব।’ আকরাম জানিয়েছেন, বিসিবির ভাবনায় আছেন চম্পকা, আকিব, ভাস ও প্রসাদ। ২০০৮ সালের মার্চ থেকে দুই বছর বাংলাদেশের বোলিং কোচ ছিলেন সাবেক লঙ্কান পেসার চম্পকা। তাই তার সম্ভাবনাই বেশি। কারণ বাংলাদেশের সেরা বোলিং কোচ মনে করা হয় তাকেই।
×