ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এগিয়ে যাওয়ার লড়াই মোহামেডান ও দোলেশ্বরের

প্রকাশিত: ০৬:১২, ২৪ মে ২০১৬

এগিয়ে যাওয়ার লড়াই মোহামেডান ও দোলেশ্বরের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাথমিক পর্বের খেলা শেষের পথে। টানা ৭ রাউন্ড শেষ হওয়ার পর ৫ দিনের বিরতি দেয়া হয়েছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল)। সবগুলো দল ১১টি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার লীগ রাউন্ড। সেই লড়াইয়ে এখনও ক্ষীণ আশা আছে এবার সবচেয়ে শক্তিধর দল গড়ে পিছিয়ে পড়া আবাহনী লিমিটেডের। ৭ ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান তাদের। সমান ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দু’দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের চেয়ে মাত্র ৪ পয়েন্টের ব্যবধান। তবে চ্যাম্পিয়ন হওয়ার মিশন নিয়ে শুরু করা আবাহনীর সম্মান বাঁচতে পারে সুপার লীগে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমেই। সে লড়্ইা আজ থেকেই শুরু হচ্ছে, আর হারলে চলবে না। বিকেএসপিতে আবাহনীর প্রতিপক্ষ ৮ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে মূল আকর্ষণ বাকি দুই ম্যাচকে ঘিরেই। শীর্ষে থাকা মোহামেডান মিরপুরে মুখোমুখি হচ্ছে ছয়ে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। আর সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে থাকা প্রাইম দোলেশ্বর ফতুল্লায় মুখোমুখি হবে দুর্বল কলাবাগান ক্রিকেট একাডেমির (সিএ)। তামিম ইকবালের নেতৃত্বাধীন আবাহনীর ভাগ্যটাই বুঝি খারাপ! নাহলে কাগজে-কলমে দারুণ একটা দল গড়েও এমন ঝক্কি পোহাতে হয়! জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও কোচ হিসেবে প্রিমিয়ার ক্রিকেটে দারুণ সফল। তিনিও এবার আবাহনীতে চার বছর পর ফিরে দলকে শিরোপা জেতানোরই প্রত্যয় জানিয়েছিলেন। কিন্তু পচা শামুকেও পা কেটেছে! গত ম্যাচে দুর্বলতর কলাবাগান সিএ আবাহনীকে হারিয়ে দিয়ে লীগের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয়। এখন রেলিগেশন শঙ্কা যেমন পৈশাচিক হাসি নিয়ে চোখ রাঙ্গাচ্ছে তেমনি এত ভাল দল গড়েও সুপার লীগ খেলতে না পারার নিদারুণ অমর্যাদাটাও বড় শঙ্কা হয়ে দাঁড়িয়েছে। সবমিলিয়ে বিপর্যস্ত দল এখন আবাহনী। মোহামেডান ও প্রাইম দোলেশ্বর ১০ পয়েন্ট করে নিয়ে সবার ওপরে অবস্থান করছে। এরপর ৯ পয়েন্ট করে পেয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে। পরের চারটি স্থান দখল করে আছে গাজী গ্রুপ, প্রাইম ব্যাংক, ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ চারটি দলই ৮ পয়েন্ট করে পেয়েছে। আবাহনীর অবস্থান সেখানে নবমে! দলটি ৬ পয়েন্ট পেয়েছে। শিরোপা প্রত্যাশী দলটি কি করুণ অবস্থাতেই না পড়েছে। আবাহনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলে আছে ৪ পয়েন্ট পাওয়া কলাবাগান ক্রীড়া চক্র। ১২ দলের লড়াইয়ে সবার নিচে আছে কলাবাগান ক্রিকেট একাডেমি ও ক্রিকেট কোচিং স্কুল। দল দুটি ৭ ম্যাচের মধ্যে ১টিতে জিততে পেরেছে। ২ পয়েন্ট করে পেয়েছে। আবাহনীর ওপরেই আছে ৮টি দল। যে দলগুলো শক্তিশালী। প্রতিটি দলই ১১টি করে ম্যাচ খেলবে। আর তাই বাকি আছে চারটি করে ম্যাচ। যে ম্যাচগুলোতে আবাহনীর জিততে হবে। তা না হলেই বিপদ ঘনিয়ে আসতে পারে। দুটি ম্যাচ হারলেই সুপারলীগে খেলার সম্ভাবনা উধাও হয়ে যাবে। অধিনায়ক তামিম অবশ্য আগেই বলে দিয়েছেন, ‘এখন বাকি কয়টা ম্যাচ জিততে হবে। আর খালি জিততে হবে, এটা বললেই হবে না। যদি এ রকমভাবে খেলতে থাকি বিশ্বের সেরা দল নিয়েও জিততে পারবো না বা ভাল ফলাফল পাব না। এখন আমাদের নিজেদের সেরা ক্রিকেটটা খেলতেই হবে। আমরা আর ম্যাচে হারার পরিস্থিতিতে নেই। আমাদের এখন থেকে জিততেই হবে।’ কিন্তু জেতাটাও এখন কঠিন হবে আবাহনীর জন্য। কাগজ-কলমে শক্তিশালী হিসেবে বিবেচিত দলটিকে মাঠেই সে প্রতিফলন ঘটাতে হবে। কারণ বাকি চারটি ম্যাচ আজ গাজী, ২৮ মে প্রাইম দোলেশ্বর এবং এরপর প্রাইম ব্যাংক। শুধু শেষ ম্যাচে দুর্বল ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। যেভাবে আবাহনী খেলেছে তাতে গাজী, দোলেশ্বর ও প্রাইম ব্যাংকÑ এই তিন দলই আবাহনীর সামনে কঠিন প্রতিপক্ষই। আজই তাই বোঝা যাবে নিজেদের কতটা ফিরে পেয়েছে আবাহনী। শুরু থেকেই এবার লড়াইটা মোহামেডান-দোলেশ্বরের। শীর্ষস্থান নিয়ে বেশ প্রতিযোগিতা চলছে দল দুটির মধ্যে। আপাতত মোহামেডান শীর্ষে থাকলেও আজ কঠিন চ্যালেঞ্জ তাদের জন্য। শীর্ষস্থান অটুট রাখতে হলে হারাতে হবে প্রাইম ব্যাংককে। অবশ্য গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক এবার তেমন সুবিধা করতে পারছে না। কিন্তু মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থাকায় খুব দূরে নেই তারা মোহামেডানের চেয়ে। সে তুলনায় আজ দোলেশ্বরের দারুণ সুযোগ মোহামেডানকে টপকানোর। নেট রানরেটের তেমন বড় পার্থক্য নেই। আজ দুর্বল কলাবাগান সিএ’র বিরুদ্ধে ম্যাচ তাদের। আগে ব্যাট করলে বড় ব্যবধানে আর পরে ব্যাট করলে আগে ভাগে কিছু ওভার হাতে রেখে জিততে পারলে এককভাবে শীর্ষে ওঠার সুযোগ দোলেশ্বরের। সে কারণে আজই শীর্ষস্থানে একটা পরিবর্তন আসলেও আসতে পারে। কিন্তু আগের ম্যাচে আবাহনীকে হারিয়ে দেয়ার কারণে কলাবাগান সিএকে নিয়ে সতর্ক দোলেশ্বর। অলরাউন্ডার নাসির হোসেন এ বিষয়ে বলেন, ‘এ ম্যাচটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখানে পয়েন্টে এগিয়ে থাকতে পারলে সুপারলীগে চ্যাম্পিয়ন হওয়াটা সহজ হয়। কারণ এখানকার পয়েন্ট যোগ হবে সেখানে।’
×