ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাপাসিয়ায় নাট্যকর্মী ফারুক হত্যায় স্ত্রীর মামলা

প্রকাশিত: ০৫:৫৫, ২৪ মে ২০১৬

কাপাসিয়ায় নাট্যকর্মী ফারুক হত্যায় স্ত্রীর মামলা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৩ মে ॥ গাজীপুরের কাপাসিয়ায় ছুরিকাঘাতে নাট্যকর্মী ফারুক হোসেনকে (৪৫) খুনের ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে নিহতের স্ত্রী মোসাঃ বিলকিছ আক্তার বাদী হয়ে কাপাসিয়া থানায় এই মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখিত আসামিরা হলেনÑ উপজেলার কূলগঙ্গা গ্রামের আঃ বাতেন (৫০), তার স্ত্রী সাজেদা (৩৭), তাদের ছেলে শাকিল (১৯) ও তার বন্ধু স্থানীয় পোনাসারী গ্রামের দুলালের পুত্র রাকিব (২৫) এবং অজ্ঞাত ৩-৪ জন। মামলার বিবরণে জানা যায়, কাপাসিয়া সিংহশ্রীর কূলগঙ্গা গ্রামের আঃ বারেকের ছেলে ফারুক হোসেন ও প্রতিবেশী আঃ বাতেনের ছেলে শাকিল ব্র্যাকের পরিচালিত স্বাস্থ্য পুষ্টির জনসচেতনতামূলক নাটক প্রকল্পের বাল্যবিবাহ ও মাদকবিরোধী নাটকে অভিনয় করে। অভিনয়ের টাকা ভাগ-ভাটোয়ারা ও নাটকের চরিত্র নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ও একাধিকবার কথা কাটাকাটি হয়। এর প্রেক্ষিতে শাকিলকে নাটক থেকে বাদ দেয় ফারুকসহ অন্য কর্মীরা। এর জের ধরেই এ হত্যাকা- ঘটে।
×