ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় রিসোর্ট থেকে অস্ত্র ও তিন নারীসহ মহিলা এমপির ছেলে গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪১, ২১ মে ২০১৬

সাতক্ষীরায় রিসোর্ট থেকে অস্ত্র ও তিন নারীসহ মহিলা এমপির ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার শ্যামনগরের একটি রিসোর্ট থেকে একটি বিদেশী পিস্তল ও তিন নারীসহ সাফায়েত সরোয়ার রুমনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিনের ছেলে। এ সময় তার কাছ থেকে ৪৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বরষা রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারীরা হলেন, তহমিনা খাতুন, কাফসা ইয়াসমিন, নুসরাত জাহান। তদের বাড়ি সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরষা রিসোর্টের ১০৪ নং নম্বর কক্ষে অভিযান চালিয়ে সাফায়েত সরোয়ার রুমনসহ ওই তিন নারীকে গ্রেফতার করা হয়। এ সময় রুমনের কাছ থেকে তার মা সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিনের নামে লাইসেন্সকৃত পিস্তলসহ ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইন, মোটরযান আইনসহ গাড়িতে সাংসদের স্টিকার লাগানোর অপরাধে শ্যামনগর থানার উপ-সহকারী পরিদর্শক লিটন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছে।
×