ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দৃষ্টি দেয়া দরকার

প্রকাশিত: ০৪:১৭, ১৬ মে ২০১৬

দৃষ্টি দেয়া দরকার

ছোট্ট ইবনুল। বাবা-মা ধানের চাতালের শ্রমিক। সারাদিন বাবা-মায়ের সঙ্গে চাতালেই থাকে ছেলেটি। ওর খাওয়া-দাওয়া, খেলা সবই এই চাতালে। ইবনুলের বাবা-মায়ের স্বপ্ন, তাদের ফুটফুটে ইবনুল শ্রমিক নয়, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। সংসারের দুঃখ ঘোচাবে। এসব শিশুর প্রতি সরকারের দৃষ্টি দেয়া উচিত। রবিবার মিরপুরের বেড়িবাঁধ এলাকা থেকে ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×